থানা ভাঙচুরে জেল হেফাজত
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
পুলিশকে মারধর ও থানায় তছতছ করার অভিযোগে বৃহস্পতিবার ১৭ জন সিপিএম কর্মী-সমর্থককে ২৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন জঙ্গিপুর আদালতের এসিজেএম সঞ্জীব দারুকা। নেতা খুনে অভিযুক্তদের ধরার ব্যাপারে পুলিশি টালবাহানার অভিযোগ তুলে বুধবার ফরাক্কা থানার সামনে সিপিএম প্রতিবাদ সভার সময় কয়েকজন কর্মীরা থানায় ভাঙচুর চালায়। সরকারি আইনজীবী সোমনাথ চৌধুরী বলেন, “৭৮ জন সিপিএম নেতা কর্মীর বিরুদ্ধে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারার মামলা হয়েছে। এ দিন বিচারক ধৃতদের ৭ নভেম্বর অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।”
|
বাড়ল মজুরি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
জঙ্গিপুরের বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ল। প্রতি হাজার বিড়ি বাধার মজুরি ৭৫ টাকা থেকে বেড়ে হল ১০০ টাকা। বৃহস্পতিবার মালিক ও শ্রমিক সংগঠনগুলির মধ্যে আলোচনার পর নতুন মজুরির কথা ঘোষণা করা হয়। চলতি মাসের ১৪ তারিখ থেকে নতুন মজুরি কার্যকর করা হবে। রাজ্য সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি কার্যকর না হওয়ার জন্য তৃণমূলের শ্রমিক সংগঠনের কোনও প্রতিনিধি বৈঠকে ছিলেন না।
|
কৃষ্ণগঞ্জে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
ডাকাতির ঘটনা ঘটল কৃষ্ণগঞ্জের শালিঘাটায়। বুধবার রাতে এলাকার বাসিন্দা বাসুদেব বিশ্বাসের বাড়িতে ঢুকে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। পাঁচ ভরি সোনা, দুটো মোবাইল-সহ বেশ কিছু মূল্যবান জিনিস খোয়া গিয়েছে বলে থানায় অভিযোগ জানিয়েছেন বাসুদেববাবু। তিনি বলেন, “বুধবার রাতে জনা সাতেকের এক দুষ্কৃতী দল বাড়িতে চড়াও হয়। আমরা ভয় পেয়ে আলমারি খুলে দিই।” এরপর পুলিশে খবর দেন বাড়ির সদস্যরা। পুলিশ এসে আশপাশের এলাকায় তল্লাশি চালায়। পুলিশে জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
৭ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল সমসেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সমসেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান ফেরিঘাট থেকে ওই জাল টাকা-সহ দু’ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর। |