আবগারি হানা, ভাঙা হল ভাটি নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
শালবনির ভগলুশোল, চুয়াশোল ও মহেশ্বরী গ্রামে হানা দিল আবগারি দফতর। বৃহস্পতিবার তিনটি গ্রামেই চোলাই তৈরির বেআইনি কয়েকটি ভাটি ভাঙা হয়। মদ তৈরির ১ হাজার লিটার সরঞ্জাম ও ৭৫ লিটার দেশি মদও নষ্ট করা হয়েছে। গ্রেফতার হয়েছে দু’জন। আটক করা হয়েছে সাইকেল ও চোলাই মদ নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা পাত্র।
সেরা রাঙামাটি নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
‘আনন্দবাজার পত্রিকা ও পার্লে জি শারদ সম্মান’ পেল মেদিনীপুর শহরের রাঙামাটি সর্বজনীন পুজো কমিটি। ষষ্ঠীর দিনেই মেদিনীপুর ও খড়্গপুর শহরের প্রতিযোগিতায় যোগদানকারী প্রতিটি পুজো খুঁটিয়ে দেখেন বিচারক জয়ন্ত সাহা ও মাধবী মাইতি। তাঁদের বিচারে মণ্ডপ, প্রতিমা, পরিবেশ সব মিলিয়ে সেরা রাঙামাটি সর্বজনীন পুজো কমিটি।
স্কুলের অনুষ্ঠান নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
খড়্গপুর শহরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ হল সম্প্রতি। গত সোম এবং মঙ্গলবার, দু’দিন ধরে এই অনুষ্ঠান হয়। পুরস্কার বিতরণে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, স্কুলের প্রধান শিক্ষক পার্থ ঘোষ প্রমুখ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.