মৃত্যু মা, ৩ শিশুর
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
এক মহিলা ও তাঁর তিন শিশুকন্যার দেহ উদ্ধার করা হল তাঁদের বাড়ি থেকেই। চার জনেরই দেহ পুড়ে গিয়েছে। তাঁদের নাম ফুলমণি মুর্মু (৩০) ও তার তিন শিশুকন্যা রীতা (৬), সুস্মিতা (৪) এবং আড়াই মাসের লিপিকা। বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার কুতুবপুর সীমান্ত এলাকায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, তাঁদের বাড়ির বিদ্যুৎ সংযোগে শর্ট সার্কিট হয়েছিল। তারপরে ঘরে আলো জ্বালাতে গিয়ে তড়িদাহত হয়ে মারা গিয়েছেন তাঁরা। দক্ষিণ দিনাজপুরের এসপি প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, শর্টসার্কিট থেকে তড়িদাহত হয়ে মা ও তিনটি শিশুর মৃত্যু হয়েছে।”
|
নজরদারি বাড়ল
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
মানসিক ভারসাম্যহীন এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জেরে রায়গঞ্জের সূর্যোদয় মূক ও বধির আবাসিক হোমের মহিলা হস্টেলে নজরদারি বাড়ালেন হোম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে ওই হস্টেলে দিনে তিনবার করে নজরদারি শুরু করেছেন হোমের কর্মীরা। হোমের অধ্যক্ষ পার্থসারথী দাস বলেন, “ভবিষ্যতে এরকম ঘটনা রুখতে এদিন থেকে হোমের কর্মীরা দিনে তিনবার মহিলা হস্টেলে নজরদারি শুরু করেছেন।” |