ভোটে অংশ নেবে না বাম
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মহকুমা পরিষদের সভাধিপতি নির্বাচনে বামেরা অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ফ্রন্টের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “অনৈতিক ভাবে অনাস্থা আনা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা করা হয়েছে উচ্চ আদালতে। আমরা সভাধিপতি নির্বাচনে অংশগ্রহণ করব না।” বামেদের যে সদস্য অনাস্থা ভোটে অংশগ্রহণ নেন, সেই সহকারী সভাধিপতি জ্যোতি তিরকির বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের জন্য পদক্ষেপ করা হবে বলেও ফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, তৃণমূলে দল ভাঙানোর কাজে মাটিগাড়ার এক ব্যবসায়ী মদত দিচ্ছেন। তিনি বলেন, “আমরা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। যথা সময়ে বিশদে বলব।” যদিও জ্যোতি তিরকির দাবি অনাস্থা প্রস্তাবে বিরোধিতা করতে হবে বলে দলের তরফে কোনও নির্দেশ তাঁর কাছে পৌঁছয়নি। তিনি বলেন, “আমি তো সিপিএম ছাড়িনি।” প্রাক্তন পুরমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজকর্ম দেখে অনেকেই আগ্রহী হয়ে আমাদের দলে সদলবলে যোগদান করছেন। আমরা দল ভাঙাতে যাই না।”
|
নাতনিকে ধর্ষণ, যাবজ্জীবন দণ্ড
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
সৎ মেয়ের নাবালিকা কন্যাকে ধর্ষণের দায়ে মোহন থাপা নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন দার্জিলিঙের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী। মোহনের বাড়ি দার্জিলিঙের সিংমারি এলাকায়। মোহনের সৎ মেয়ে ও তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। পড়াশোনার জন্য সপ্তম শ্রেণির ছাত্রী ওই কিশোরীকে তাঁরা মোহনের বাড়িতে রেখে গিয়েছিলেন। কিন্তু মোহন ওই কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করত। ওই নাবালিকা গর্ভবতীও হয়ে পড়ে। ২০১১ সালের ৬ মে তার স্কুল সব ঘটনা জানতে পারে। স্কুল কর্তৃপক্ষ তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে। অভিযোগ হয় দার্জিলিং থানায়। মোহনকে তারপরে গ্রেফতার করে পুলিশ। মামলা চলাকালীন কিশোরীটি একটি শিশুর জন্ম দিয়েছে। বর্তমানে সে ও তার সন্তান, দু’জনেই একটি মিশনারি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।
|
সিটি অটোর নয়া রুট চালু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে শিলিগুড়ির ভারতনগরের ফুলেশ্বরী মোড় থেকে সিটি অটো চালু করা হল। বৃহস্পতিবার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোক ভক্তের উপস্থিতিতে ফুলেশ্বরী থেকে একাধিক রুটে সিটি অটো চলাচল শুরু হয়। কাউন্সিলর জানান, একটি সিটি অটো ফুলেশ্বরী থেকে ডাবগ্রাম, সুভাষপল্লি, কোর্ট মোড় হয়ে চম্পাসারি যাতায়াত করবে। আরও দুটি সিটি অটো ওই মোড় থেকে খাপরাইল ও মেডিক্যাল কলেজ হাসপাতাল যাতায়াত করবে। ব্যবসায়ী সমিতির তরফে বাসু শিকদার বলেন, “আমরা সিটি অটো চালুর আর্জি জানিয়েছিলাম। অবশেষে তা চালু হওয়ায় আমরা খুশি।”
|
ইস্তফা দিয়ে দাবি
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
ইন্দিরা গাঁধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির (ইগনু) সহ উপাচার্য পদে ইস্তফা দিয়ে আলাদা গোর্খাল্যান্ডের দাবি আদায়ের লক্ষ্যে আসরে নামলেন অধ্যাপক মহেন্দ্র পি লামা। বৃহস্পতিবার দার্জিলিঙে সাংবাদিক বৈঠকে ‘দার্জিলিং ডুয়ার্স ইউনাইটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিডিইউডিএফ) গড়ার কথা ঘোষণা করে তিনি বলেন, “এই অরাজনৈতিক মঞ্চে দার্জিলিং পাহাড় ও ডুয়ার্সের নাগরিক সমাজের নানা অংশের প্রতিনিধিরা থাকবেন। দার্জিলিং-ডুয়ার্সকে নিয়ে আলাদা গোর্খাল্যান্ড গড়া মূল লক্ষ্য হলেও আপাতত সামগ্রিক উন্নয়নের ব্যাপারে নানাবিধ কাজকর্ম করা হবে।” গোর্খা জনমুক্তি মোর্চার সহকারী সাধারণ সম্পাদক জ্যোতি কুমার রাই বলেন, “উনি ঠিক কী করতে চান তা নিয়ে মানুষ সংশয়ে রয়েছেন।”
|
পুজোয় প্রবীণদের পাশে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এলাকার প্রায় প্রায় ২ হাজার বৃদ্ধ-বৃদ্ধাকে পুজো দেখানো ও খাওয়ানোর ব্যবস্থা করছে শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ড কমিটি। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলশর্মা জানান, আজ, মহাসপ্তমীর দিন নববস্ত্র তুলে দেওয়া হবে এলাকার দুঃস্থ প্রবীণ-প্রবীণাদের হাতে। তার পরে সকলকে বাসে করে মণ্ডপে মণ্ডপে ঘোরানো হবে। মাঝে দুপুরে তাঁদের খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছে।
|
জামিন মঞ্জুর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ৬০ কোটি টাকার বেশি দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত প্রবীণ কুমারের জামিন মঞ্জুর করল আদালত। বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তাঁকে তোলা হলে জামিন মঞ্জুর করেন বিচারক। আগে দার্জিলিং থেকে অন্য একটি মামলায় তাঁর জামিন হয়। শিলিগুড়ি প্রধাননগর থানায় ৩১৬, ৩১৭ ও ৩১৮ ধারায় মামলা দায়ের করা হয় শ্মশানের চুল্লি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে।
|
পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে ধরল পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার শিসাবাড়ি এলাকায়। দুটি পিক আপ ভ্যানে গরু বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। |