টুকরো খবর
বকেয়া টাকার দাবি
এক দিকে পাম্প অপারেটরদের বকেয়া, অন্য দিকে শহরে পানীয় জলের সঙ্কট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙা শহর। বুধবার সকাল থেকে পানীয় জল সরবরাহ চালুর দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন। তারা মাথাভাঙা পুরসভা ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মহকুমা অফিসে তালা ঝুলিয়ে দেয়। মহকুমাশাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে পাম্প অপারেটরেরা। মহকুমাশসাকের অফিসে সব পক্ষকে নিয়ে বৈঠকের পর দুই মাসের বকেয়া পরিশোধ করার আশ্বাস দেন পিএইচই কর্তৃপক্ষ। প্রস্তাবে রাজি না হলেও আন্দোলন তুলে নেন পাম্প অপারেটর কর্মী ইউনিয়ন। সংগঠনের পক্ষে কাজল রায় বলেন, “শহরবাসী পুজোর সময় জল নিয়ে আর কষ্টে যাতে না পড়ে তা ভেবেই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।” মে মাস থেকে বকেয়ার দাবিতে গত সোমবার দুপুর থেকে পানীয় জল সরবরাহের কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নেমেছিলেন পাম্প অপারেটররা। মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান কোকিলা সিংহ বলেন, “বিষয়টি মেটানোর চেষ্টা হচ্ছে। জল নিয়ে সমস্যা মিটে যাবে।”

একা ৩টি পুজো
একসঙ্গে তিনটি দেবী দুর্গার পুজো। এক জন ২০০ বছর ধরে পূজিত। একজন ১৯ বছর ধরে। আর কৃষ্ণকান্ত বর্মনের ভাই ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাওয়ায় আর এক জন এ বারেই প্রথমবার। কৃষ্ণকান্তবাবু তৃণমূল কোচবিহার জেলা পরিষদের সদস্য। মাতালহাট সংলগ্ন বড়ভিটা পুরাতন বক্সিরহাটে তিনটি দুর্গা পুজো দেখবেন বাসিন্দারা। ছয় মাস আগে লটারি চালানোর মামলায় গ্রেফতার হয়ে তেত্রিশ দিন জেল খাটেন কৃষ্ণ। জামিনে ছাড়া পান। কৃষ্ণবাবুর কথায়, “এক সময় রিকশা চালিয়েছি। তার পর থেকে মা আশীর্বাদ করেন। আর ফিরে তাকাতে হয়নি। ভাইকে উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছেন। আমি জেলা পরিষদ সদস্য হয়েছি। একসঙ্গে তিনটি পুজোর আয়োজন করছি।”

ধর্ষণের অভিযোগ
মেয়ের বান্ধবী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। কোচবিহার কোতোয়ালি থানার টাকাগছ এলাকায় গত ৪ অক্টোবর ওই ঘটনা ঘটেছে। তবে বুধবার দুপুরে কোতোয়ালি থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। এদিন নাবালিকার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। পুলিশ জানায়, ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পেশায় রাজমিস্ত্রি ওই অভিযুক্ত ধর্ষণ করেছে বলে অভিযোগ। মেয়েটির বয়স ৮ বছর।

সামিল সব দল
মন্ডপ উদ্বোধনে একমঞ্চে সামিল হলেন ডান বাম দুই দলের বিধায়করা। বুধবার রাতে দিনহাটার শহীদ কর্নার পুজো কমিটির মন্ডপ উদ্বোধনে তিন দলের বিধায়করা একমঞ্চে উপস্থিত ছিলেন। ছিলেন নাটাবাড়ির তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, দিনহাটার ফরওয়ার্ড ব্লক বিধায়ক উদয়ন গুহ ও সিতাইয়ের কংগ্রেস বিধায়ক কেশব রায়। অভিনেতা রজতাভ দত্ত প্রদীপ জ্বালিয়ে এক অনুষ্ঠানের সূচনা করেন। মন্ডপ উদ্বোধন করেন কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল।

জুয়ায় হেরে ঝাঁপ
মহানন্দায় ভেসে উঠল এক যুবকের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, জুয়ায় টাকা হেরে তিনি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার গভীর রাতে রাতে ইংরেজবাজার থানার বালুচর এলাকা লাগোয়া সাহাপুর সেতুতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শুভম ঘোষ (২০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত মঙ্গলবার ২০ হাজার টাকা নিয়ে মৃত শুভম পুরাতন মালদহের সাহাপুরে জুয়া খেলতে গিয়েছিল। সেখানে তিনি ওই টাকা হেরে যান।

ধর্ষণে গ্রেফতার
বাড়িতে একা পেয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মালদহের হরিশ্চন্দ্রপুরের কোচপুকুর এলাকায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম তফিকুল ইসলাম। ওই বধূর মেডিক্যাল টেস্ট করানো হয়েছে।

জয়ী তৃণমূল
দুটি স্কুল নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়ী হলেন। মঙ্গলবার কোচবিহার সদরের পেস্টারঝাড় ও পাতলাখাওয়া হাইস্কুল পরিচালন সমিতির ভোট হয়। রাতে ফল ঘোষণার পর দেখা যায় দুটি স্কুলেই তৃণমূল প্রার্থীরা ৫ টি করে আসনে জয়ী হয়েছেন। একটি করে আসনে জিতেছেন বাম প্রার্থীরা। দুটি স্কুলের পরিচালন সমিতিই গত নির্বাচনে বামেদের দখলে ছিল।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.