মন্ডপে ভোট দান নিয়ে সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন আয়োজিত প্রতিযোগিতায় কোচবিহারের ১৭টি বিগ বাজেটের পুজো কমিটি অংশ নিয়েছে। এরমধ্যে ১১ টি কোচবিহার সদর মহকুমা এলাকার বাকি ৬টি দিনহাটা মহকুমা। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “ভোটদান নিয়ে সচেতনতা বাড়াতে তালিকাভুক্ত পুজো কমিটিগুলির ভূমিকা-সহ নির্দিষ্ট কিছু বিষয় খতিয়ে দেখে সেরা দুটি কমিটিকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা।” প্রশাসনিক সূত্রের খবর, কোচবিহারের পাঁচটি মহকুমায় ৪০০ শতাধিক দুর্গা পুজো হয়। বিভিন্ন মহকুমা শাসকের দফতরে পুজো কমিটিগুলিকে নিয়ে আয়োজিত বৈঠকে নির্বাচন কমিশনের পুরস্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি, বিজ্ঞপ্তি জারি করে ওই ব্যাপারে আগ্রহীদের আবেদন জমা দিতে বলা হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোচবিহারের দুই মহকুমার ১৭ টি পুজো কমিটি আবেদন জমা দেয়। সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে প্রশাসনের তরফে ভোটদান নিয়ে প্রচারের নমুনা সংক্রান্ত নানা সামগ্রী ও তথ্য বিলি করা হয়। অংশগ্রহণকারী পুজো কমিটিগুলিকে মানানসই মডেল, ব্যানার, লিফলেট ছড়িয়ে প্রচার করতে হবে। বিকল্প কোনও উপায়েও উদ্যোক্তারা প্রচার করতে পারবেন। সপ্তমী থেকে নবমী জেলাশাসকের নেতৃত্বাধীন ৪ সদস্যের একটি প্রতিনিধি দল পুজো মণ্ডপগুলি সরোজমিনে ঘুরে দেখে নম্বর দেবেন। চার সদস্যের প্রতিনিধিদের নম্বর যোগ করে প্রথম দুটি সেরা পুজো কমিটিকে বেছে নিয়ে পুরস্কৃত করা হবে। কমিটির সদস্য সদর মহকুমাশাসক বিকাশ সাহা বলেন, “ভোটের মত গণতান্ত্রিক অধিকার রক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। যে পুজো কমিটিগুলি অংশ নিয়েছে সেখানকার মন্ডপে দর্শনার্থীরও ভিড় হয়। অংশগ্রহণকারী কমিটির সংখ্যা কম হলেও প্রচার কাজে ভাল সাড়া মিলবে বলে আশা করছি।” |