পুরসভায় লড়ছে তৃণমূল-কংগ্রেস
বামেরা সরে দাঁড়ালেও শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান পদ দখল করতে যুযুধান তৃণমূল এবং কংগ্রেস। বুধবার চেয়ারম্যান নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেন তৃণমূলের প্রার্থী অরিন্দম মিত্র, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজ, বৃহস্পতিবার কংগ্রেসের তরফে মনোনয়ন দেওয়া হবে বলে জানান মেয়র গঙ্গোত্রী দত্ত। কংগ্রেসের তরফে কে মনোনয়ন দেবেন তা এখনই তারা বলতে চাননি। মেয়র বলেন, “চেয়ারম্যান পদে আমাদের কে প্রার্থী হবেন জেলা সভাপতির সঙ্গে কথা বলে তা ঠিক করা হবে।” বমেরা অবশ্য চেয়ারম্যান নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন।
মেয়রের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে তৃণমূল পুরবোর্ডে কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে এসেছে। মেয়র তৃণমূলের মেয়র পারিষদের পদ থেকে সরিয়েও দেন। এই বোর্ডে চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে তাই একাংশের মনে প্রশ্ন রয়েছে। তৃণমূল এবং কংগ্রেস একযোগে বোর্ড চালাতে চাইছে কি না অনেকে সেই সম্ভাবনার কথাও বলছেন। দু’দল একসঙ্গে বোর্ড চালালে পুরসভায় কিছুটা স্থিতিশীল পরিস্থিতি হবে বলে মনে করছেন কর্মী-আধিকারিকদের একাংশ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব অবশ্য বলেন, “চেয়ারম্যান পদটি নির্বাচিত পদ। সকলেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। শহরের উন্নয়নের জন্য আমরা লড়াই করছি। আশা করব আমাদের প্রার্থী জয়ী হবেন।” গত বছর ২৭ সেপ্টেম্বর নান্টু পাল দলত্যাগের পর চেয়ারম্যান পদ থেকে তাঁর সরে দাঁড়ানোর দাবি তোলেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা। বামেরা আনা অনাস্থায় হেরে আপসৃত হন নান্টুবাবু। তৃণমূল সমর্থিত প্রার্থী হিসেবে এর পরেও ফের চেয়ারম্যান হন তিনি। যদিও চেয়ারমান পদের ওই নির্বাচনে বাম এবং কংগ্রেসের কাউন্সিলররা ছিলেন না। তাতে চেয়ারম্যান নির্বাচন সভায় কোরাম হয়নি অভিযোগ তুলে তা অবৈধ বলে দাবি করে বাম এবং কংগ্রেস কাউন্সিলররা। তা নিয়ে আদালতে মামলা হয়। এর পর থেকেই নান্টুবাবুর ডাকা মাসিকসভায় গরহাজির থাকেন কংগ্রেস এবং বাম কাউন্সিলররা। দলত্যাগ বিরোধী আইনে মামলার জেরে আদালতের নির্দেশে বিভাগীয় কমিশনার উভয়পক্ষের শুনানির পর নান্টুবাবুর পদ খারিজ করলে তিনি রাজ্য সরকারের দ্বারস্থ হন। পুর দফতরের এক সচিব পদ খারিজের নির্দেশ আপাতত স্থগিত করেন। তবে এর পরেই গত ৪ সেপ্টেম্বর চেয়ারম্যান এবং কাউন্সিলর থেকে পদত্যাগ করেন নান্টুবাবু। ২১ অক্টোবর চেয়ারম্যান পদ নির্বাচন হচ্ছে। কংগ্রেসের তালিকায় রয়েছেন তপন দত্ত, অতুল দাস এবং সীমা সাহার মধ্যে কাউকে চেয়ারম্যান পদে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। তবে তৃণমূলের প্রার্থী অরিন্দম মিত্র ওই পদের যোগ্য বলে দাবি করেন তৃণমূল কাউন্সিলর প্রাক্তন মেয়র পারিষদ কৃষ্ণ পাল। তিনি বলেন, “পুর পরিচালনার কাজে আমাদের প্রার্থীই যোগ্য।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.