গাড়িতে বাস ধাক্কা মারায় জখম হলেন জয়নগরের সাংসদ তরুণ মণ্ডল। জখম হন তাঁর আপ্ত সহায়ক মৃদুল দাস এবং গাড়ির চালকও। তরুণবাবুকে ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার ওই ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ। চালক পলাতক। পুলিশ সূত্রের খবর, এ দিন কলকাতা থেকে বাসন্তীর দিকে যাচ্ছিলেন তরুণবাবু। তাঁর গাড়ির সামনে আর একটি গাড়ি ছিল। সামনে গরু এসে পড়ায় সেই গাড়িটি ব্রেক কষে। তরুণবাবুর গাড়িও দাঁড়িয়ে পড়লে পিছনে আসা বাস সজোরে তাঁর গাড়িতে ধাক্কা মারে। ধাক্কায় তরুণবাবুর গাড়ির সব দরজা বন্ধ হয়ে যায়। স্থানীয় মানুষ দরজা ভেঙে তরুণবাবুদের উদ্ধার করেন।
|
ব্যারাকপুরে ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার অফিসারদের হাতে ধরা পড়েছেন শুল্ক দফতরের দুই অফিসার। পুলিশ জানায়, ধৃতেরা হলেন খড়দহ রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর দিলীপ দে এবং টিটাগড় সার্কেলের ওসি গৌতম শাসমল। ঘুষ হিসেবে নেওয়া ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। অর্থ দফতর সূত্রে জানান, বুধবার সকালে এক ব্যবসায়ী দুর্নীতি দমন শাখায় গিয়ে অভিযোগ করেন, ওই দুই অফিসার ঘুষ চেয়েছেন। নোটের নম্বর লিখে রেখে ঘুষের ফাঁদ পাতা হয়। ওই ব্যবসায়ীকে নিয়ে দুর্নীতি দমন অফিসারেরা চলে যান ব্যারাকপুরে শুল্ক দফতরে। টাকা নিতে গিয়ে ধরা পড়েন দুই অফিসার। তাঁদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। |