ইভটিজিং ও ট্যাক্সি প্রত্যাখ্যান রুখতে মোবাইল পরিষেবা চালু করল হাওড়া পুলিশ কমিশনারেট। নয়া পরিষেবায় হাওড়া শহরের কোথাও ইভটিজিং বা ট্যাক্সি প্রত্যাখ্যানের মতো ঘটনা ঘটলে মোবাইল থেকে একটি নির্দিষ্ট নম্বরে তা এসএমএস করে জানাতে হবে। এসএমএস পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে পুলিশ। পুজোর ভিড়ে ইভটিজিং-এর মোকাবিলায় এই পরিষেবা কার্যকর হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। |
পরিষেবার সূচনা। বুধবার, হাওড়া পুলিশ কমিশনারেটে।—নিজস্ব চিত্র। |
বুধবার রাজ্যের শিল্প-বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাওড়া পুলিশ কমিশনারেটে এই এসএমএস পরিষেবার উদ্বোধন করেন। তিনি বলেন, “নিরাপত্তাকে হাতের মুঠোয় আনতেই এই ব্যবস্থা। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সব ক্ষেত্রকে উন্নত করে তুলতে চায় রাজ্য।” অনুষ্ঠানে ছিলেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়, সেচ ও জলপথ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তথ্যপ্রযুক্তি সচিব সুশান্ত চক্রবর্তী। হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে জানান, তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগের কারিগরি সহায়তায় রাজ্যে এই প্রথম এমন পরিষেবা শুরু হচ্ছে। এসএমএস পৌঁছলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে ও অভিযোগকারীকে তা এসএমএসে জানানো হবে। রানাডে বলেন, “ইভটিজিং হলে লিখতে হবে ডব্লিউবি ইভিটি এইচওডব্লিউ। এর পরে জায়গার নাম ও সময়। ট্যাক্সি প্রত্যাখ্যানের ক্ষেত্রে লিখতে হবে ডব্লিউবি ট্যাক্সি এইচওডব্লিউ আর। এর পরে ট্যাক্সির নম্বর, সময় ও জায়গার নাম। এসএমএস পাঠাতে হবে ৫১৯৬৯ নম্বরে।” |