টুকরো খবর
পুজো-অনুদান
হাওড়া পুর এলাকায় বিকেলে দ্বিতীয় দফার সাফাইকর্মীদের (একশো দিনের কাজ) পুজো-অনুদান দেবে হাওড়া পুরসভা। হাওড়ার মেয়র মমতা জায়সবাল বুধবার জানান, মেয়র পারিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, “১১৭৮ জন কর্মী ৭৫০ টাকা ও ৯৬ জন সুপারভাইজার ১০০০ টাকা করে পাবেন। কালীপুজোর আগেই তাঁরা টাকা পেয়ে যাবেন।” নিজস্ব সংবাদদাতা: দুষ্কৃতীদের হাতে নিহত হাওড়ার বেলগাছিয়ার তৃণমূল কর্মী বাবুন দাসের স্ত্রীকে চাকরি দিল রাজ্য। ১০ এপ্রিল বাড়ির সামনে নৃংশস ভাবে খুন হন বাবুন। বুধবার তাঁর স্ত্রী শম্পা দাসের হাতে সেচ দফতরের গ্রুপ-ডি বিভাগের নিয়োগপত্র তুলে দেন সেচ ও জলপথমন্ত্রী এবং ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে মন্ত্রী বলেন, “স্বামীর মৃত্যুর পরে দেড় ও সাড়ে তিন বছরের দুই মেয়েকে নিয়ে চরম বিপদে পড়েছিলেন ওই মহিলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হন ওই কর্মীর স্ত্রীকে চাকরি দেওয়ার জন্য।” রাজীববাবু জানান, বৃহস্পতিবার থেকে শম্পাদেবী কাজে যোগ দেবেন।

বিসর্জনের আগে পান্তা খান দেবী
৩৫৬ বছরে পা দিল প্রেমিক মহারাজের বাড়ির পুজো। সরস্বতী নদীর তীরে শিব মন্দির লাগোয়া জমিতে প্রেমিক মহারাজের সাঁকরাইলের আন্দুল দক্ষিণ পাড়ায় ‘প্রেমিক ভবন’। বিখ্যাত কালীকীর্তন রচয়িতা প্রেমিক প্রেমিক মহারাজের আসল নাম মহেন্দ্রনাথ ভট্টাচার্য। এক সময়ে বহু সাধকের চরণধূলিতে ধন্য হয়েছিল এই প্রেমিক ভবন। তিন তিনবার স্বামী বিবেকানন্দের আগমনের ইতিহাস আজও এলাকার মানুষের মুখে মুখে ফেরে। ঘরের যে তক্তপোষে বসেছিলেন স্বামীজি, সেটি সংরক্ষিত আছে। প্রতি সপ্তাহে শনি ও রবিবার এখনও কালীকীর্তন সমিতির জমাটি আসর বসে। এ ছাড়া, প্রতি বছর স্বামীজির জন্মতিথিতে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। ১৬৫৭ সালে পরিবারের পূর্বপুরুষ রঘুনাথ ভট্রাচার্য পুজোর প্রচলন করেন বলে জানালেন প্রেমিক মহারাজের নাতি কাশীনাথ।

নিহতের স্ত্রীকে চাকরি
দুষ্কৃতীদের হাতে নিহত হাওড়ার বেলগাছিয়ার তৃণমূল কর্মী বাবুন দাসের স্ত্রীকে চাকরি দিল রাজ্য। ১০ এপ্রিল বাড়ির সামনে নৃংশস ভাবে খুন হন বাবুন। বুধবার তাঁর স্ত্রী শম্পা দাসের হাতে সেচ দফতরের গ্রুপ-ডি বিভাগের নিয়োগপত্র তুলে দেন সেচ ও জলপথমন্ত্রী এবং ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে মন্ত্রী বলেন, “স্বামীর মৃত্যুর পরে দেড় ও সাড়ে তিন বছরের দুই মেয়েকে নিয়ে চরম বিপদে পড়েছিলেন ওই মহিলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হন ওই কর্মীর স্ত্রীকে চাকরি দেওয়ার জন্য।” রাজীববাবু জানান, বৃহস্পতিবার থেকে শম্পাদেবী কাজে যোগ দেবেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.