টুকরো খবর
ছাত্র ভর্তির জট কাটল না
পুলিশি প্রহরায় জঙ্গিপুর কলেজের অধ্যক্ষ আবু এল শুকরাণা মণ্ডল কাজে যোগ দিলেও জট খুলল না ভোট প্রক্রিয়া নিয়ে। বুধবার অধ্যক্ষ কলেজে এসে আগামী ৬ নভেম্বর অবধি পুজোর ছুটি ঘোষণা করেন। এ দিন কলেজের পরিচালন সমিতির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন জঙ্গিপুরের মহকুমাশাসক অরবিন্দ কুমার মিনা। বৈঠক শেষে অধ্যক্ষ বলেন, “পাশ ও অনার্সের সমস্ত বিষয়ের আসন পূর্ণ। সাড়ে চারশো জন ছাত্র তবু ভর্তির জন্য জোরাজুরি করছে। পুজোর পর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কাছে বাড়তি ছাত্র ভর্তির নেওয়ার আর্জি জানানো হবে। অনুমতি না পেলে কাউকে ভর্তি নেওয়া হবে না।” এই অচলাবস্থা নিয়ে অধ্যক্ষকে দুষে এলাকার কংগ্রেস কাউন্সিলর তথা পরিচালন সমিতির সদস্য বিকাশ নন্দ বলেন, “অধ্যক্ষকে সব ছাত্রকে ভর্তি নেওয়ার কথা বলা হয়েছিল। কথা ছিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে বুধবারই ভর্তির পরবর্তী দিনক্ষণ জানিয়ে নোটিশ দেবেন অধ্যক্ষ। কিন্তু তিনি তা করলেন না।” পরিচালন সমিতির সভাপতি ভজন সরকারের বক্তব্য, “ভর্তি সংক্রান্ত কোনও কোনও বিষয়ে তথ্য চাইলে অধ্যক্ষ দেন না। মেধা তালিকা অনুযায়ী ভর্তি নেওয়া হয়নি।” মহকুমাশাসক বলেন, “অধ্যক্ষ বাড়তি ছাত্র ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে অনুমতি চাইবেন। না মিললে জেলা প্রশাসনের তরফেও বিশ্ববিদ্যালয়ের কাছে একই আবেদন জানানো হবে।”

বাতানুকূল কামরার উদ্বোধন
পূর্ব রেলের শিয়ালদহ-লালগোলা শাখার ভাগীরথী এক্সপ্রেস ট্রেনে নতুন একটি বাতানুকূল কামরা সংযোজিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে বহরমপুর কোর্ট স্টেশনে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর অনুপস্থিতিতে ওই নতুন বাতানুকূল কামরার উদ্বোধন করবেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী। কংগ্রেসের ওই বিধায়ক বলেন, “রেল প্রতিমন্ত্রী হিসেবে অধীর চৌধুরীর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু উপস্থিত থাকতে পারছেন না। তাঁর প্রতিনিধি হিসেবে রেল দফতর আমাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে।” রেলের ওই অনুষ্ঠানে মনোজ চক্রবর্তীর সঙ্গে উপস্থিত থাকবেন বহরমপুরের পুরপ্রধান নীলরতন আঢ্য। রেল সূত্রে জানা গিয়েছে, এত দিন ভাগীরথী এক্সপ্রেসে দুটি বাতানুকূল কামরা ছিল। নিত্যযাত্রীদের দাবি মেনে পুজোর উপহার হিসেবে রেল দফতর অতিরিক্ত আরও একটি বাতানুকূল কামরা দেওয়ায় বাতানুকূল কামরার সংখ্যা বেড়ে হল তিন। সেই সঙ্গে ট্রেনের কামরার সংখ্যা হল ১৫।

সিবিআই তদন্তের নির্দেশ
বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের টাকা তছরুপের তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের বহরমপুরে ওই ব্যাঙ্কের প্রধান অফিস। কিছু দিন আগে পশ্চিম মেদিনীপুরের এক পরিবারের ৬ জনকে ১৯ কোটি টাকা ঋণ দিয়েছিল ওই ব্যাঙ্ক। এ ব্যাপারে ব্যাঙ্কের তৈরি করা কমিটি ওই ঋণ দেওয়ার কারণ সুস্পষ্ট করে জানাতে পারেনি। শেষ পর্যন্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। বুধবার প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি সাধু সাধন দাসের ডিভিশন বেঞ্চ সিবিআইকে ওই তদন্তের নির্দেশ দিয়েছেন।

গ্রেফতার তিন ছাত্র
বেথুয়াডহরি কলেজে ভাঙচুরের ঘটনায় তিনজন এসএফআই সমর্থককে গ্রেফতার করল পুলিশ। বুধবার তাদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে বিচারক ৩১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার বিকেলে বেথুয়াডহরি কলেজে টিএমসিপি ও এসএফআই সমর্থকদের সংঘর্ষ হয়। ঘটনায় জখম হন ৫ টিএমসিপি সমর্থক।

পুরনো খবর:

খুনের নালিশ, ধৃত
স্ত্রীকে হাঁসুয়া দিয়ে খুনে অভিযুক্তকে ধরল পুলিশ। সোমবার রাতে কুরমান শেখ নামে ওই ব্যক্তিকে নওদার আমতলা ডাকবাংলো এলাকা থেকে ধরা হয়। উদ্ধার করা হয়েছে হাঁসুয়াটিও। মঙ্গলবার ওই ব্যক্তিকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, সোমবার সন্ধ্যায় স্ত্রী অখিলা বিবিকে (৩৮) হাঁসুয়া দিয়ে খুন করেছিলেন কুরমান।

ঝুলন্ত দেহ উদ্ধার
বাড়ির অদূরের একটি গাছ থেকে বুধবার সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। নাম কাশীনাথ দাস (৫৬)। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভুগছিলেন ওই ব্যক্তি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.