|
|
|
|
যুবদের বাড়তি গুরুত্ব |
ফ্রন্টের তালিকা প্রকাশ আজ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএমের যখন ‘সুদিন’ ছিল, তখন মেদিনীপুর পুরসভা তাদের দখলে আসেনি। এখন তো দলের ‘দুর্দিন’। এই পরিস্থিতিতে কি আদৌ পুরসভা সিপিএমের দখলে আসবে? এই প্রশ্নের মধ্যেই আজ, বৃহস্পতিবার পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। বৃহস্পতিবার শহরের কৃষক ভবনে প্রার্থী তালিকা ঘোষণা হবে। সিপিএমের শহর জোনাল কমিটির সম্পাদক কীর্তি দে বক্সী বলেন, “প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবারই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”
প্রত্যাশিত ভাবে এ বারও প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদের দল মেদিনীপুর বিকাশ পরিষদের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে বামফ্রন্টের। বিকাশ পরিষদ শুরুতে ৫টি আসন দাবি করে। সিপিএম নেতৃত্ব এর মধ্যে ২টি আসন ছাড়তে সম্মত হয়েছেন। নতুন ১১ নম্বর ওয়ার্ড থেকে বিকাশ পরিষদের প্রার্থী হচ্ছেন নাজিম আহমেদ। এটি নাজিমবাবুর নিজের এলাকা। নতুন ২১ নম্বর ওয়ার্ড থেকে বিকাশ পরিষদের প্রার্থী হচ্ছেন ওবাইদুর রসুল। ৭ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন উত্তম গোপ। ১৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন শান্তনু দত্ত। ২ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন স্বপন বিশ্বাস। স্বপনবাবু এক সময়ে কাউন্সিলর ছিলেন। ৩ নম্বর ওয়ার্ডে এ বারও প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল জয়ন্ত মজুমদারের। জয়ন্তবাবু এই এলাকার বিদায়ী কাউন্সিলর। ১৯ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হতে পারেন তাপসী চন্দ। ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হতে পারেন শম্ভু দিন্দা। ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল গোপাল ভট্টাচার্যের। গোপালবাবু এই এলাকার বিদায়ী কাউন্সিলর। ৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কাজলমণি মুর্মু। ২৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে পারেন সিপিএমের শহর জোনাল কমিটির সম্পাদক কীর্তি দে বক্সী। আগেও একবার তিনি এই এলাকা থেকে নির্বাচিত হন। নতুন ২৫ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নন্দিতা কর। বুধবার পর্যন্ত যা পরিস্থিতি, তাতে গতবার যে ভাবে আসন বন্টন হয়েছিল, এ বারও সে ভাবে আসন বন্টন হবে। অর্থাৎ, শরিকদের আসন সংখ্যার কোনও হেরফের হবে না। সিপিআইয়ের জন্য ৪টি, ফরওয়ার্ড ব্লকের জন্য ২টি এবং আরএসপির জন্য ১টি আসন বরাদ্দ হবে। তবে, সংখ্যা এক থাকলেও কিছু ওয়ার্ডের হেরফের হচ্ছে। সিপিআই পেতে পারে নতুন ৬, ৯, ১৪ এবং ১৭- এই ৪টি ওয়ার্ড। ফরওয়ার্ড ব্লক পেতে পারে ৮ এবং ১৩ নম্বর ওয়ার্ড। আরএসপি পেতে পারে ২২ নম্বর ওয়ার্ড। অন্যদিকে, মেদিনীপুর বিকাশ পরিষদ পাচ্ছে ১১ এবং ২১ নম্বর ওয়ার্ড। বাকি ১৬টি ওয়ার্ডে সিপিএমের প্রার্থী থাকার সম্ভাবনাই প্রবল। |
|
|
|
|
|