মার্কিন প্রশাসনে তালা খোলা এবং ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানো নিয়ে টানাপোড়েন এখনও চলছে ঠিকই। কিন্তু তা বলে সেই কারণে ঋণ শোধ করতে আমেরিকা সমস্যায় পড়বে না বলেই দাবি করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ নিয়ে বিশ্বকে আশ্বস্ত করে তাঁর দাবি, “চিরকাল সময়ে সমস্ত ধার শোধ করে এসেছে আমেরিকা। এ বারও তার ব্যতিক্রম হবে না।”
ওই ধার শোধ না-হলে ভারত-সহ বিভিন্ন দেশের অর্থনীতি বিপন্ন হতে পারে বলে মঙ্গলবারই সতর্ক করেছিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)। তার ২৪ ঘণ্টার মধ্যেই এই আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে, শুধু আশ্বাসে যে চিঁড়ে ভিজবে না, তা বিলক্ষণ জানেন ওবামা। তাই সমস্যা মেটাতে তিনি হাউজ অব রিপ্রেজেন্টেটিভ-এর ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে লম্বা বৈঠকে বসেছেন। |
আপাতত সমস্যা এড়াতে অন্তত স্বল্পকালীন মেয়াদে ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ওবামা। বিষয়টিতে সায় দেওয়ার জন্য রিপাবলিকানদের কাছে আবেদনও করেছেন তিনি। তাঁর প্রস্তাব, প্রথমে সরকারি কাজকর্ম চালু হোক। ঋণের ঊর্ধ্বসীমা বাড়ুক কিছু দিনের জন্য। তার পর না হয় সমস্ত বিষয় নিয়ে আলোচনার টেবিলে বসা যাবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তাও করছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা।
প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবরের মধ্যে ঊর্ধ্বসীমা বাড়াতে না পারলে ইতিহাসে প্রথমবার ঋণ মেটাতে পারবে না আমেরিকা। সুনামির মতো যার প্রভাব আছড়ে পড়বে আমেরিকা-সহ সারা বিশ্বের অর্থনীতির উপর। সেই পরিস্থিতি এড়াতেই রিপাবলিকানদের সঙ্গে কথা বলতে চাইছেন ওবামা। তবে কোনও ভাবেই যে চাপের মুখে নতিস্বীকার করা হবে না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি। |