এক্সপো শুরু ২৫ অক্টোবর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
২৫ অক্টোবর থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে ইস্ট হিমালয়ান এক্সপো। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সহযোগিতায় ইন্ডিয়ান ট্রেড প্রমোশনাল অর্গানাইজেশন মেলার আয়োজন করেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “এ ধরণের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ। ২০১০ সালে শহরের বাইরে মাটিগাড়ার হিমাঞ্চল বিহারের কাছে ওই মেলার আয়োজন হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয়েছিল। এবার তাই শহরের মধ্যেই তা করা হচ্ছে।” সামাজিক ন্যায় ও বিচার মন্ত্রক থেকেও মেলায় স্টল দেওয়া হবে। সামাজিত সুরক্ষার উপর বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা তারা তুলে ধরবেন। মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ বছর দেশের নানা প্রান্ত থেকে অন্তত ৬০টি সংস্থা অংশগ্রহণ বিষয়টি নিশ্চিত করেছে। বর্ধমান রোডে রেল পুলিশ সুপারের অফিস সংলগ্ন মাঠে মেলা বসবে। টি বোর্ড তো বটেই, কফি বোর্ড, জুট বোর্ড, কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড, স্পাইস বোর্ড অংশ নিচ্ছে। তাদের অধীনে থাকা ইউনিটগুলিও অংশ নেবে বলে জানান আইটিপিও’র ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক কুমার জৈন। এই নিয়ে হিমালয়ান এক্সপো চতুর্থবার হচ্ছে শিলিগুড়িতে। উত্তর পূর্বাঞ্চলে শিল্প বাণিজ্যকে তুলে ধরতে এই মেলা সহায়ক হবে বলে জানান আইটিপিও ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক কুমার জৈন।
|
সুদ কমাল আরও তিন ব্যাঙ্ক
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
পিএনবি, ওবিসি ও আইডিবিআই ব্যাঙ্কের পর বুধবার গাড়ি ও ভোগ্যপণ্য ঋণে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভাসিজ ব্যাঙ্ক (আইওবি)-ও। স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, গাড়িঋণে সুদ আগের ১০.৭৫% থেকে কমিয়ে ১০.৫৫% করেছে তারা। সেই সঙ্গে, তাদের ব্যাঙ্কে যাঁদের বেতন জমা পড়ে, তাঁরা ভোগ্যপণ্য ও দু’চাকার গাড়ি কিনলে বিশেষ সুদে ঋণ পাবেন। সুযোগ চালু থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত। উৎসবের মরসুমে ঋণের চাহিদা বাড়াতে প্রসেসিং ফি-ও কমিয়েছে তারা। অন্য দিকে, ভোগ্যপণ্যে ঋণের সুদ ২০০ বেসিস পয়েন্ট কমিয়ে ১৩.২৫% করেছে আইওবি। শিথিল করেছে ঋণ পাওয়ার শর্তও। দেনা ব্যাঙ্ক আবার জানিয়েছে, তারা ১ কোটি পর্যন্ত গৃহঋণে বেস রেট করেছে ১০.২৫%। তার উপরে হলে সুদ ১০.৫০%। গাড়ি ও ভোগ্যপণ্যের ঋণের সঙ্গে গৃহঋণ নিলে এক বিশেষ সুযোগও দিচ্ছে তারা। কম সুদে গাড়ি, ভোগ্যপণ্য ঋণ দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বাড়তি পুঁজি জোগাবে কেন্দ্র।
|
জোট ভাঙল ভারতী, ওয়ালমার্টের
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
ছ’বছরের সম্পর্কে ইতি। সব জল্পনায় দাঁড়ি টেনে বুধবার মার্কিন রিটেল বহুজাতিক ওয়ালমার্ট এবং এ দেশের ভারতী এন্টারপ্রাইজ জানিয়ে দিল, ভারতের বাজারে স্বাধীন ভাবে নিজের নিজের রিটেল ব্যবসা চালানোর জন্য আলাদা হয়ে যাচ্ছে তারা। বস্তুত, ২০০৭ সালে এ দেশে পাইকারি ব্যবসা করতে জোট বেঁধেছিল সংস্থা দু’টি। তাদের যৌথ উদ্যোগ ভারতী-ওয়ালমার্টে দু’পক্ষই ছিল সমান অংশীদার। ‘বেস্ট প্রাইস মডার্ন হোলসেল’ নামে দেশে ২০টি পাইকারি দোকানও আছে তাদের। বিচ্ছেদের পর এ বার পাইকারি ব্যবসায় ভারতীর অংশ পুরোটাই কিনে নেবে ওয়ালমার্ট। একসঙ্গে রিটেল ব্যবসা করার জন্য তাদের মধ্যে যে ফ্র্যাঞ্চাইজি চুক্তি হয়েছিল, তা বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|
এমসিএক্স ছাড়লেন দুই কর্তা, তছরুপে গ্রেফতার এক
সংবাদ সংস্থা • মুম্বই |
এমসিএক্স স্টক এক্সচেঞ্জের পরিচালন পর্ষদ ছাড়লেন জিজ্ঞেস শাহ এবং জোসেফ মাসে। জিজ্ঞেস স্টক এক্সচেঞ্জটির ভাইস চেয়ারম্যান এবং তার মূল সংস্থা এফটিএলের চেয়ারম্যান। আর মাসে এমসিএক্স স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও। এনএসইএলে তছরুপের কারণেই শেষ পর্যন্ত পর্ষদ ছাড়লেন ওই দুই কর্তা। আপাতত সেবি মনোনীত ডিরেক্টর থমাস ম্যাথিউ এক্সচেঞ্জটির দায়িত্ব সামলাবেন। এ দিকে, এনএসইএলের ঘটনায় জড়িত থাকার কারণে স্পট এক্সচেঞ্জটির ব্যবসা উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট অমিত মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। অভিযোগ, তিনিই টাকা না মেটানো লগ্নিকারী সংস্থাগুলির সঙ্গে এনএসইএলের পরিচয় করিয়ে দেন।
|
পূর্বাভাস ওড়াল কেন্দ্র
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
চলতি বছরে ভারতের বৃদ্ধির হার নিয়ে করা আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আই এম এফ) পূর্বাভাসকে (২০১৩ সালে ৩.৭৫%) উড়িয়ে দিল কেন্দ্র। তাকে অবাস্তব জানিয়ে কেন্দ্রের দাবি বৃদ্ধি ৫ শতাংশের বেশি হবেই।
|
ষোড়শ বর্ষপূর্তিতে গয়নার মজুরিতে ছাড় দিচ্ছে ডি কে বসাক জুয়েলার্স। সোনা ও হিরের গয়নার মজুরিতে যথাক্রমে ২০% ও ২৫% ছাড় মিলবে। কিস্তিতে সোনা কেনার সুযোগ আছে। ১২ মাস সোনা কিনলে ১৩তম মাসের সোনা মিলবে বিনামূল্যে। |