|
|
|
|
|
|
আইন আদালত |
|
একজন ‘বেনিফিশিয়ারি’-কে (প্রায় ৬৫ বছর বয়স্ক) কি তাঁর পৈতৃক বা পূর্বপুরুষের সম্পত্তি থেকে বঞ্চিত করা যায়? এই সমস্যা থেকে বাঁচার উপায় কি?
রবি বরাট
রবিবাবু, আপনার প্রশ্নটা একেবারেই স্পষ্ট নয়। তবু যতটুকু বুঝতে পারলাম, তার উপর ভিত্তি করেই উত্তর দেওয়ার চেষ্টা করছি।
প্রথম কথা, ‘বেনিফিশিয়ারি’ বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন? এই শব্দটি উইলে ব্যবহৃত হয়। উইলের মাধ্যমে উইলকর্তা যাঁকে তাঁর সম্পত্তি দিতে চাইছেন, তিনিই হলেন ‘বেনিফিশিয়ারি’। আবার ১৮৮২ সালের ভারতীয় ট্রাস্ট আইনে ‘বেনিফিশিয়ারি’ বলতে ‘স্বত্বভোগী’ বা ‘হিতগ্রাহী’ বোঝানো হয়। এখানে স্বত্বভোগী বলতে বোঝায়, যে ব্যক্তি কোনও সম্পত্তির সুবিধা ভোগের অধিকারী। যদি আপনি আপনার পূর্বপুরুষদের করে যাওয়া উইলের ‘বেনিফিশিয়ারি’ হন, তা হলে আদালত থেকে ওই উইলের প্রোবেট নেওয়ার পরে আর কেউ আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না।
আবার এটাও হতে পারে যে, আপনি আসলে অন্য কথা বলতে চাইছেন। যেহেতু আপনার ৬৫ বছর বয়স এবং আপনি যেহেতু পৈতৃক সম্পত্তিতে আজন্ম রয়েছেন, তাই আপনি নিজেকে ‘বেনিফিশিয়ারি’ বলছেন। আচ্ছা, ওই সম্পত্তিটি কার? বাবা কিংবা মায়ের নামে কি? তাঁরা, বিশেষত যাঁর নামে সম্পত্তি তিনি কি এখনও বেঁচে রয়েছেন? যদি বাবা কিংবা মায়ের নামে সম্পত্তিটি হয়, অথবা আপনার ওই পৈতৃক সম্পত্তিটি যাঁর নামে, তিনি যদি এখনও বেঁচে থাকেন তা হলে কিন্তু তিনি ওই সম্পত্তি যাঁকে বা যাঁদের খুশি দিয়ে যেতে পারেন। সে আপনি যতই ওই সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে থাকুন না কেন।
সম্পত্তির মালিক উইলের মাধ্যমে যাঁকে খুশি সম্পত্তি দিয়ে যেতে পারেন। চাইলে তিনি দানপত্র করেও সম্পত্তি হস্তান্তর করতে পারেন। তবে উইলের মাধ্যমে যদি সম্পত্তির মালিক অন্য কাউকে তা দিয়ে যান, সে ক্ষেত্রে তিনি যখন প্রোবেটের নেওয়ার জন্য আদালতে যাবেন, তখন আপনি আদালতে হাজির হয়ে নিজের আপত্তি দাখিল করতে পারেন। |
আইনি পরামর্শ জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়
|
ট্যাক্স কর্নার |
আমার ডি-ম্যাট অ্যাকাউন্টে একটি বিশেষ সংস্থার কিছু শেয়ার আছে, যা বিভিন্ন সময়ে কেনা। ২-৩ বছর আগে সেগুলি বর্তমান বাজার দরের তুলনায় দু’তিন গুণেরও বেশি অর্থ দিয়ে কিনেছিলাম। এখন যদি অল্প দামে ওই সংস্থার শেয়ার কিনে ২-৩ মাসের মধ্যে লাভ করি এবং তার পর ওই পরে কেনা শেয়ারই বিক্রি করে দিই এবং ডি-ম্যাট থেকে ডেলিভারি নিই, তা হলে কি তার উপর মূলধনী কর দিতে হবে?
সমীর ঘোষ, শ্রীরামপুর
ধরা যাক আপনি কোনও সংস্থার শেয়ার কিনে এক বছর বা তার বেশি সময় ধরে রেখে দিলেন। এবং তার পর শেয়ার বাজারে তা বিক্রি করে দিলেন। এ ক্ষেত্রে আপনার শেয়ার বিক্রি করে যে লাভ হল, তার উপর কোনও কর ধার্য হবে না। আপনি দীর্ঘমেয়াদি মূলধনী লাভকর ছাড় পাবেন। কিন্তু শেয়ার কেনার পর এক বছর পেরনোর আগেই তা বেচে দিলে, প্রাপ্ত লাভ স্বল্পকালীন মূলধনী লাভ (শর্ট টার্ম ক্যাপিটাল গেইন) হিসেবে গণ্য হবে এবং তার উপর ওই কর দিতে হবে।
|
পরামর্শদাতা ম্যাকলিওড রাসেল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি অমিতাভ গুহ সরকার |
|
|
|
|
|