টুকরো খবর
স্বামীর ইচ্ছাপূরণে স্কুলের উন্নয়নে দান
চেক তুলে দিচ্ছেন নমিতাদেবী। —নিজস্ব চিত্র।
প্রয়াত স্বামীর ইচ্ছে পূরণ করতে স্বামীর অবসরকালীন প্রাপ্য সামাজিক উন্নয়নমূলক কাজে দান করলেন দুর্গাপুর কেমিক্যালস হাইস্কুলের প্রধান শিক্ষিকা নমিতা চক্রবর্তী। নমিতাদেবীর স্বামী সুশোভন চক্রবর্তী আড়রা কালীনগর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ২০১১ সালে কর্মরত অবস্থায় মারা যান তিনি। নমিতাদেবী জানান, নানান সামাজিক কাজে দান-ধ্যান করতে ভালোবাসতেন সুশোভনবাবু। জানিয়েছিলেন, অবসরের পরে অবসরকালীন প্রাপ্যও দান করে দেবেন স্কুলের উন্নয়ন ও জনকল্যাণে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপেন্দ্রনাথ মণ্ডল জানান, স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা ১১৪। রয়েছে চারটি শ্রেণিকক্ষ। প্রয়োজন আরও একটির। নমিতাদেবী জানান, সুশোভনবাবু জানিয়েছিলেন, তাঁর অবসরকালীন প্রাপ্য দিয়ে তিনি স্কুলে অতিরিক্ত শ্রেণিকক্ষটি গড়ে দেবেন।
নমিতাদেবী জানান, সম্প্রতি সুশোভনবাবুর পেনশন হিসেবে আসে প্রায় ২ লক্ষ টাকা। বুধবার নমিতাদেবী স্বামীর স্কুলের উন্নয়নে স্কুল কর্তৃপক্ষের হাতে ১ লক্ষ টাকা তুলে দেন। নমিতাদেবী বলেন, “বেঁচে থাকতে তিনি যে কাজ করবেন বলে কথা দিয়েছিলেন তা সম্পন্ন করতে পেরে আমি খুব খুশি।” এ দিন অনুষ্ঠানে ছিলেন দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায়, সহকারী বিদ্যালয় পরিদর্শক জয়ন্তী রায়, কাঁকসা ২ চক্র পরিদর্শক তপোব্রত দে।

বন্ধই রইল এসারের নির্মাণকাজ
এসার অয়েলের কোল বেড মিথেন (সিবিএম) গ্যাস তোলার প্রকল্পের কাজ কাঁকসার আকন্দারায় বন্ধ রইল বুধবারও। গ্রামবাসীদের জমির উপর দিয়ে দেড় বছর ধরে গাড়ি নিয়ে যাচ্ছেন এসার কর্তৃপক্ষ, কিন্তু জমির কোনও দাম দেওয়া হয়নি—এই অভিযোগে সোমবার আকন্দারার কিছু বাসিন্দা দু’জায়গায় রাস্তা কেটে বিক্ষোভ দেখান। গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় সংলগ্ন ছ’টি পিটে কাজ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার এসারের আধিকারিকেরা গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনেন। পুলিশের উপস্থিতিতে একটি বৈঠকও হয় বিক্ষোভকারীদের সঙ্গে। কিন্তু কোনও সমাধানসূত্র বেরোয়নি। এসারের এক আধিকারিক অবশ্য বলেন, “শীঘ্রই সমস্যা মিটে যাবে বলে আশা করছি।” স্থানীয় মলানদিঘি পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সমাধানসূত্র বের করতে আজ বৃহস্পতিবার জমি মালিক ও এসারের প্রতিনিধিদের নিয়ে পঞ্চায়েতে একটি বৈঠক হবে। এলাকা সাফাই চেয়ে বিক্ষোভ। এলাকায় ঠিক মতো সাফাই হয় না, এই অভিযোগে তৃণমূলের নেতৃত্বে বুধবার রানিগঞ্জ পুরসভায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের পরে পুরসভায় তাঁরা একটি স্মারকলিপিও দেন। তাঁদের অভিযোগ, রানিগঞ্জের নন্দন কলোনি, দাগা কলোনি, শীতলদাস এলাকায় সাফাই করা হয় না। রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্রের আশ্বাস, দু’দিনের মধ্যে সাফাই অভিযান শেষ হবে।

পুরনো খবর:

রানিগঞ্জে চুরি
বাড়ির ভিতর ঢুকে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দিল দুস্কৃতীরা। বুধবার রানিগঞ্জ সিহারসোলের ঘটনা। বাড়ির মালিক জয়দেব ভট্টাচার্য জানান, তাঁরা এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বুধবার দুপুরে বাড়ি ফিরে দেখেন, নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতীরা। তিনি রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

পুজোয় পত্রিকা
বিএনআর ক্লাবের উদ্যোগে বুধবার, পঞ্চমীর দিন ‘দাঁড়াও পথিকবর’ নামে একটি দেওয়াল পত্রিকার উদ্ধোধন হল আসানসোলে। হাতে লেখা পত্রিকাটি প্রতি মাসে প্রকাশিত হবে বলে দাবি।

নতুন ভবন
নতুন ভবন তৈরি হল বর্ধমানের শিমডাল থাকোমনি উচ্চ বিদ্যালয়ে। বুধবার দ্বারোদ্ঘাটন করেন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.