স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
বালিজুড়ি বিবেকানন্দ পাঠাগার আয়োজিত অজিত মুখোপাধ্যায় ও বেদীশ চট্টোপাধ্যায় স্মৃতি নকআউট ফুটবলের ফাইনালে উঠল নবগ্রাম ও নূতনডাঙা। মঙ্গলবার বালিজুড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের খেলায় নবগ্রাম ১-০ গোলে জামগড়াকে হারায়। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নূতনডাঙা ৩-২ গোলে হারিয়ে দেয় সিরষাকে। ২০ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় মোট সাতটি দল যোগ দিয়েছিল বলে জানিয়েছেন উদ্যোক্তারা। |
জয়ী ধেনুয়া
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হয় ধেনুয়া আদিবাসী মিলন সমিতি। মিঠানি মাঠে তারা ইলেভেন বুলেটকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। এই প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বিজয়ী হয় মিঠানি একাদশ। মিঠানি মাঠে তারা ব্যারেট ক্লাবকে ৩-০ গোলে হারায়। আয়োজক সংস্থা সূত্রে জানা গিয়েছে, এ দিনের বিজয়ী দল সুপার ডিভিশনে উত্তীর্ণ হল। |
জিতল মহেশডাঙা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রসুলপুর আমবাগান ক্লাব আয়োজিত জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মহেশডাঙা দক্ষিণপাড়া উত্তরণ ফুটবল কোচিং সেন্টার। ফাইনালে তারা করন্দা ফুটবল অ্যাকাডেমিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে। ফাইনালের সেরা গোপাল বিশ্বাস, সেরা গোলকিপার সনৎ সরেন। |
জিতল বিবি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল বিবি গাঁওতা। তারা আসানসোল স্টেডিয়ামে ডামড়া অ্যাকাডেমিকে ২-০ গোলে হারায়। |