শিলিগুড়ির পর ডেঙ্গির প্রকোপ পাহাড়, ডুয়ার্সে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির পাশাপাশি পাহাড় এবং ডুয়ার্সেও ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। কালিম্পঙের রম্ভিতে এবং ডুয়ার্সের হাসিমারা এলাকায় ডেঙ্গিতে অনেকে আক্রান্ত হয়ে পড়েছেন। রম্ভিতে অন্তত ৬০ জন ডেঙ্গিতে অসুস্থ। রম্ভিবাজার এলাকাতেই আক্রান্তের সংখ্যা বেশি। ডুয়ার্সের নিউ হাসিমারা এলাকায় ডেঙ্গির প্রকোপ ছড়িয়েছে। মঙ্গলবার সেখানে শিবির করে জেলা স্বাস্থ্য দফতর। শিবিরে চিকিৎসা করাতে আসা জ্বরে আক্রান্ত ১৭ জনের রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। ওই এলাকায় অন্তত ১১ জন রোগী রয়েছেন। বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমে তাঁদের চিকিৎসা চলছে।
শিলিগুড়ি এবং লাগোয়া এলাকাতে ডেঙ্গির প্রকোপ এখনও রয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত অন্তত ৭০ জন রয়েছেন। শিলিগুড়ি জেলা হাসপাতালেও জনা দশেক ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছেন। নার্সিংহোমগুলির একাংশে ডেঙ্গি নিয়ে অনেকে ভর্তি রয়েছেন। দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক বলেন, “পরিস্থিতি আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে। তবে এখনও বিভিন্ন এলাকায় স্বাস্থ্য শিবির চলছে।” দিন কয়েকের মধ্যেই স্বাস্থ্য দফতরের আধিকারিকরা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠক করবেন।
অগস্টের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত শিলিগুড়ি এবং তার আশেপাশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুর এলাকা এবং মহকুমার অন্যান্য অংশে আক্রান্তের সংখ্যা অন্তত ১৪০০। পুরসভার সংযোজিত ১৪ টি ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ৪০০ জন। শিলিগুড়ি শহর লাগোয়া জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা অন্তত ২০০।
|