মহানগরের সঙ্গে যোগাযোগ বাড়াতে মঙ্গলবার বান্দোয়ান-কলকাতা বেসরকারি বাস (দিবা) পরিষেবা চালু হল। এ দিন কলকাতার ধর্মতলায় এই বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র, স্বনিযুক্তি ও স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো, সাংসদ সুলতান আহমেদ, পরিবহণ সচিব প্রমুখ। প্রশাসন সূত্রের খবর, মানবাজার এলাকায় রেল যোগাযোগ নেই। বাসই ভরসা। এই বাসটি বান্দোয়ান থেকে রোজ ভোর ৪টেয় ছেড়ে কলকাতায় পৌঁছবে বেলা ১০টা নাগাদ। ওই দিনই বিকেল ৩টে ৪০ মিনিটে গাড়িটি কলকাতায় ছেড়ে বান্দোয়ানে রাত ১০টা নাগাদ ঢুকবে।
|
বিষ্ণুপুর শহরের সাক্ষীগোপালপাড়া পল্লিমঙ্গল সর্বজনীন দুর্গোত্সব কমিটি এ বার বাল্য বিবাহ রোধে প্রচার চালাবে তাদের পুজো মণ্ডপে। এর জন্য বেছে নেওয়া হয়েছে দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি নাটক। এ ছাড়াও থাকছে বাল্যবিবাহ রোধে তথ্য দফতরের তোলা পুতুল নাটকের সিডি প্রদর্শন। মণ্ডপ জুড়ে থাকছে পণপ্রথা ও বাল্যবিবাহ রোধের প্রচারপত্র। বিষ্ণুপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান জানান, “উদ্যোগটি ভাল হওয়ায় আমরা ওদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছি।” পুজো কমিটির সম্পাদক মিঠুন মণ্ডলের কথায়, “মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুজোর চার দিনই আমরা তথ্য দফতরের সহায়তায় এই কর্মসূচি নিয়েছি। আশা করছি উদ্যোগ সফল হবে।” |