রোনাল্ডো না ইউসেবিও? পর্তুগালের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার কে? গত মাসে নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ইউসেবিওকে টপকে পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দু’নম্বরে ওঠেন রোনাল্ডো (এক নম্বরে রয়েছেন পাওলেতা)। যার পর থেকেই শুরু হয়ে যায় তর্ক— রোনাল্ডো না ইউসেবিও, কে শ্রেষ্ঠ?
আগামী শুক্রবার ইজরায়েলের বিরুদ্ধে পর্তুগালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচের আগে আবার মাথা চাড়া দিল সেই তর্ক। এবং পর্তুগালের কিংবদন্তি ইউসেবিও বলে দিলেন, রোনাল্ডোর সঙ্গে তাঁর তুলনা করা একেবারেই ঠিক নয়। তিনি যে রোনাল্ডোর চেয়ে এগিয়ে, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন। ইউসেবিও-র কথায়, “আমি খুব দুঃখিত কারণ রোনাল্ডোর সঙ্গে আমার তুলনা করা ঠিক না। আমি অনেক কম ম্যাচ খেলে ৪১ গোল করেছি। রোনাল্ডোর কিন্তু আরও বেশি ম্যাচ লেগেছে আমাকে টপকাতে।” |
মনে যাই থাক। ক্যামেরার সামনে হাসিখুশি। |
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ইউসেবিও আরও বলেছেন, “আমার সময়কার প্রতিপক্ষ দলগুলো আরও কঠিন ছিল। এত বছর পরে আমার সেই রেকর্ড কেউ টপকাল। এখন তো আজারবাইজানের মতো দলের সঙ্গে খেলে অনেকেই গোল করতে পারে।”
ইউসেবিওর গোলসংখ্যা টপকে রোনাল্ডো বলেছিলেন, “দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করে খুব গর্বিত। এটা জানাই ছিল যে আমি ইউসেবিওকে টপকে যাব।” পর্তুগাল-সেরা কে, সেই বিতর্ক উসকে দিয়ে রোনাল্ডোর ক্লাব ও দেশের সতীর্থ পেপে বলেন, “আমার কাছে রোনাল্ডোই পর্তুগালের সর্বকালের সেরা। ইউসেবিও অন্যতম সেরা, কিন্তু রোনাল্ডো এত কম বয়সে এত সাফল্য পেয়েছে যে ওর প্রশংসা না করে থাকা যায় না।” পেপের কথা উড়িয়ে রোনাল্ডোর প্রাক্তন কোচ হিলারিও কোয়েনসাও আবার বলেন, “ইউসেবিওর সময় কোনও জিম ছিল না, কোনও অ্যাকাডেমি ছিল না। শুধুমাত্র প্রতিভার জোরেই ইউসেবিও এত বড় ফুটবলার হতে পেরেছেন।” |