জানুজাজকে ধরে রাখার ঝক্কিও এ বার মোয়েসের কাঁধে। |
কিন্তু ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী ছবিটা কিন্তু অন্য রকম। স্যর অ্যালেক্স কোচ থাকার সময় চেয়েছিলেন জানুজাজকে নতুন চুক্তি দিতে। কিন্তু ফার্গি অবসর নেওয়ার পরে নতুন চুক্তি নিয়ে কথাবার্তা পিছিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ। যার ফলে নাকি একটু হলেও ক্ষুব্ধ হন জানুজাজ। তাঁর উপর আবার ২০১১ থেকেই নজর রয়েছে বার্সেলোনা স্কাউটদের। এবং মেসির ক্লাব যথেষ্ট আত্মবিশ্বাসী যে, পুরনো ক্লাব ছেড়ে বার্সেলোনাতেই আসছেন জানুজাজ।
ম্যাঞ্চেস্টার কর্তৃপক্ষকে আগেই জানুজাজের এজেন্ট দে ভ্রিস জানান যে, ইউরোপের অনেক বড় ক্লাব জানুজাজকে সই করাতে চায়। যদিও ক্লাব সমর্থকদের আশ্বস্ত করে ম্যান ইউ কোচ ডেভিড মোয়েস বলেছেন, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এমন একটা ক্লাব যেখানে তরুণরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পায়। আর জানুজাজ অবিশ্বাস্য এক প্রতিভা। ওকে ক্লাবে রাখাই আমার লক্ষ্য।” জানুজাজ নিজেও অবশ্য বলছেন, “এখন আমার প্রধান লক্ষ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ভাল খেলা।” |