ইংল্যান্ডের বিখ্যাত দৈনিকে সাক্ষাৎকারে নাদাল বলেছেন, “হাইটেক মেশিন আর থেরাপি আমার হাঁটুর চোটে অবিশ্বাস্য কাজ করেছে। আমার আগের চোটগুলোয় অনেক কিছু চেষ্টা করেছি। কিন্তু তাতে তেমন কিছু কাজ পাইনি। এ বারের চোটে পিআরপি প্রয়োগ করে যেমন দুর্দান্ত কাজ পেয়েছি। তার সঙ্গে প্রচুর ওয়ার্কলোড নিয়েছিলাম। হাইটেক ট্রেনিং মেশিনের সাহায্যে।”
পিআরপি হল অ্যাথলিটের রক্ত নিয়ে সেটার ‘প্লেটলেট কাউন্ট’ বাড়িয়ে তুলে ফের সেই রক্ত প্লেয়ারের দেহে ‘ইনজেক্ট’ করা। এবং বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার তালিকায় এটা এখনও নিষিদ্ধ নয়। নাদাল বলেছেন, “আমার সাপোর্ট টিম প্রতি মুহূর্তে আমার হাঁটুর ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখলেও আমি স্বীকার করছি, আমার হাঁটু এখনও একশো ভাগ ফিট নয়। এখনও মাঝেমধ্যে যন্ত্রণা হয়। তবে খেলতে কোনও সমস্যা হচ্ছে না। মন খুলে খেলছি। আর তাতেই এই সাফল্য।”
সাত মাস পর পেশাদার ট্যুরে প্রত্যাবর্তন-উত্তর নাদাল ১৩টি টুর্নামেন্ট খেলে ১০টি চ্যাম্পিয়ন হয়েছেন। যার মধ্যে রেকর্ড সংখ্যক ৮-বার ফরাসি ওপেন খেতাব আর ২০১০-এর পর যুক্তরাষ্ট্র ওপেন জয় আছে। |