‘অলৌকিক’ সুস্থতায় ফেরার রহস্য ফাঁস করলেন নাদাল
প্লেটলেট-রিচ প্লাজমা থেরাপি (পিআরপি) এবং হাইটেক ট্রেনিং সরঞ্জাম। রাফায়েল নাদালের অলৌকিক সুস্থতায় প্রত্যাবর্তন এবং অবিশ্বাস্য পুনরুত্থানের পিছনে এই দু’টোই আসল কারণ। স্বয়ং নাদালেরই দাবি।
সঙ্গে আঠাশ মাস পর বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর আসনে ফেরা নাদালের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “সাত মাস পর কোর্টে ফিরে গত আট মাসে দু’টো গ্র্যান্ড স্ল্যাম সমেত দশটা খেতাব জিতলেও এখনও মাঝেমধ্যে হাঁটুতে যন্ত্রণা হয়।”
নাদালের প্রত্যাবর্তনকে ফেডেরার বলেছেন ‘অবিশ্বাস্য!’ ১০১ সপ্তাহ এক নম্বরে থাকার পর যাঁকে এক নম্বরের আসন নাদালকে ছেড়ে দিতে হয়েছে সেই জকোভিচের মন্তব্য, “ও সত্যিই বিশ্বের এক নম্বরে প্রত্যাবর্তনের যোগ্য।” কিন্তু চলতি সাংহাই মাস্টার্সে মঙ্গলবার এহেন সব শিরোনামে আসার যোগ্য মন্তব্যের মধ্যে নাদালের কথাগুলোই সেরা। এই প্রথম সাতাশ বছর বয়সি স্প্যানিশ মেগাতারকা সাত মাসের চোট সারিয়ে তাঁর মহা প্রত্যাবর্তনের রহস্য ফাঁস করেছেন।
ইংল্যান্ডের বিখ্যাত দৈনিকে সাক্ষাৎকারে নাদাল বলেছেন, “হাইটেক মেশিন আর থেরাপি আমার হাঁটুর চোটে অবিশ্বাস্য কাজ করেছে। আমার আগের চোটগুলোয় অনেক কিছু চেষ্টা করেছি। কিন্তু তাতে তেমন কিছু কাজ পাইনি। এ বারের চোটে পিআরপি প্রয়োগ করে যেমন দুর্দান্ত কাজ পেয়েছি। তার সঙ্গে প্রচুর ওয়ার্কলোড নিয়েছিলাম। হাইটেক ট্রেনিং মেশিনের সাহায্যে।”
পিআরপি হল অ্যাথলিটের রক্ত নিয়ে সেটার ‘প্লেটলেট কাউন্ট’ বাড়িয়ে তুলে ফের সেই রক্ত প্লেয়ারের দেহে ‘ইনজেক্ট’ করা। এবং বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার তালিকায় এটা এখনও নিষিদ্ধ নয়। নাদাল বলেছেন, “আমার সাপোর্ট টিম প্রতি মুহূর্তে আমার হাঁটুর ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখলেও আমি স্বীকার করছি, আমার হাঁটু এখনও একশো ভাগ ফিট নয়। এখনও মাঝেমধ্যে যন্ত্রণা হয়। তবে খেলতে কোনও সমস্যা হচ্ছে না। মন খুলে খেলছি। আর তাতেই এই সাফল্য।”
সাত মাস পর পেশাদার ট্যুরে প্রত্যাবর্তন-উত্তর নাদাল ১৩টি টুর্নামেন্ট খেলে ১০টি চ্যাম্পিয়ন হয়েছেন। যার মধ্যে রেকর্ড সংখ্যক ৮-বার ফরাসি ওপেন খেতাব আর ২০১০-এর পর যুক্তরাষ্ট্র ওপেন জয় আছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.