গোয়েন্দা তথ্য বিনিময় চায় ইজরায়েল
ন্ত্রাস প্রশ্নে দু’দেশেরই অবস্থান অনেকটা এক। প্রতিবেশী রাষ্ট্রের সন্ত্রাসের শিকার উভয়েই। এই পরিস্থিতিতে ভারত ও ইজরায়লের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি সন্ত্রাস রুখতে গোয়েন্দা তথ্য আদানপ্রদানেও জোর দেওয়ার পক্ষে সওয়াল করলেন ইজরায়েলের অর্থমন্ত্রী নাফতালি বেনেট।
ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে প্রথম বার ভারত সফরে এসেছেন নাফতালি। দু’দশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত রূপায়ণের দাবিতে গত কাল পি চিদম্বরমের সঙ্গে বৈঠকের পর আজ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গেও আলোচনা করেন তিনি। বৈঠকের পর বলেন, “ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আশা করি, খুব দ্রুত ওই চুক্তি করা যাবে।”
কেরানে সবে পাক জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান শেষ হয়েছে আজ। সেনার দাবি, এ যাত্রায় পাক অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে। এই আবহে ইজরায়েলের এলিট ফোর্সের মেজর (রিজার্ভ) তথা মন্ত্রী নাফতালি স্বীকার করে নেন, ভারত ও তাঁর দেশের মধ্যে একাধিক সাদৃশ্য রয়েছে। যার অন্যতমটি হল, দু’দেশই প্রতিবেশী রাষ্ট্রের কারণে সন্ত্রাসবাদের শিকার।

বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে ইজরায়েলের অর্থমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার দিল্লিতে। ছবি: পিটিআই।
যে কারণে শিক্ষা বা বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি দু’দেশের মধ্যে আরও বেশি গোয়েন্দা তথ্যের বিনিময় হওয়া উচিত বলেই মনে করেন নাফতালি। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে এক সুরে নাফতালিও এ দিন বলেন, “প্রতিবেশী কে হবে সেটা বেছে নেওয়া যায় না। তাই দুই দেশকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সতর্ক থাকতে হবে।”
বছর খানেক আগে মিশর বা টিউনিশিয়ার মতো দেশগুলিতে ‘আরব বসন্ত’-র হাওয়ায় ক্ষমতা হস্তান্তর হলেও তাতে ইজরায়েলের পক্ষে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি বলে দাবি করেন নাফতালি। তাঁর কথায়, “বিশ্বের পরিস্থিতি পাল্টাচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের আরও সতর্ক থাকতে হবে। প্রচলিত গোয়েন্দা তথ্য আদান-প্রদানের পাশাপাশি সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও চাই দ্বিপাক্ষিক সহযোগিতা। বর্তমানে কৃষি, অপ্রচলিত শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, প্রতিরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে এক সঙ্গে কাজ করছে ভারত ও ইজরায়েল। ইজরায়েলের মডেলে আজ এ দেশে দশম আদর্শ কৃষি খামারেরও উদ্বোধন করেন নাফতালি। বর্তমানে এ দেশের প্রায় কুড়ি হাজার কৃষককে প্রশিক্ষণ দিচ্ছে ইজরায়েল। নাফতালি বলেন, “কম জায়গায় উন্নত প্রযুক্তির মাধ্যমে কী ভাবে আরও বেশি উৎপাদন করা সম্ভব, সে বিষয়ে ভারতকে প্রয়োজনীয় সাহায্য করছে ইজরায়েল।”

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.