আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) পূর্বাভাস ছাঁটাইয়ের দিনেও বৃদ্ধি নিয়ে আশার কথাই শোনাল কেন্দ্র। জানিয়ে দিল, ভাল বর্ষা আর ধীরে হলেও ঘুরে দাঁড়াতে শুরু করা বিশ্ব অর্থনীতির হাত ধরে চলতি আর্থিক বছরের (২০১৩-’১৪) শেষে অন্তত ৫.৫% বৃদ্ধির মুখ দেখা সম্ভব হবে বলেই মনে করছে তারা। গত বার যা ছিল ৫%।
মঙ্গলবার বিশ্ব অর্থনীতির অবস্থা নিয়ে তৈরি রিপোর্ট পেশ করেন আই এম এফের মুখ্য অর্থনীতিবিদ অলিভার ব্ল্যাঙ্কার্ড। ওই রিপোর্ট জানাচ্ছে, ২০১৩ সালে ভারতের বৃদ্ধির পূর্বাভাস আগের ৫.৭% থেকে কমিয়ে ৩.৭৫% করছে আইএমএফ। আর ২০১৪ সালের জন্য তা ধরা হচ্ছে ৫%। গত এপ্রিলেও যা ৬.২% হবে বলে জানিয়েছিল অর্থ ভাণ্ডার। যার মানে, চিন তো অনেক দূরের গ্রহ, ভারতের থেকে বৃদ্ধি বেশি হবে এশিয়ার আরও বেশ কয়েকটি দেশেরই। এমনকী তাকে টপকে যাবে কয়েকটি আফ্রিকান দেশও। ঝিমিয়ে পড়া বৃদ্ধির পাশাপাশি ভারতে চড়া মূল্যবৃদ্ধির হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ। আর ওই সমস্যা সামলাতে দাওয়াই দিয়েছে চড়া সুদ আর নগদের জোগানে টান জারি রাখার। |
আইএমএফের এই আশঙ্কা প্রকাশের দিনেও ৫.৫% বৃদ্ধির কথাই ফের বলেছে কেন্দ্র। জানিয়েছে, টানা তিন ত্রৈমাসিকে বৃদ্ধি ৫ শতাংশের নীচে নেমে যাওয়ার পর চাকা ঘোরা শুরু হবে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক থেকেই। তার উপর বর্ষা ভাল হয়েছে। শিল্প এখনও আশার আলো দেখায়নি। তবে চাকা ঘুরবে তারও। ফলে সব মিলিয়ে, অর্থবর্ষের শেষে ৫.৫% বৃদ্ধি ছোঁয়া সম্ভব হবে বলেই আশা করছে তারা। অর্থমন্ত্রী পি চিদম্বরমও জানিয়েছেন, অর্থনীতির হাল ফেরাতে রাজকোষ ঘাটতিকে নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনও মূল্যে বেঁধে রাখবে কেন্দ্র।
অবশ্য এই ঘুরে দাঁড়ানোয় বিশ্ব অর্থনীতির সহায়তা কতটা মিলবে, তা নিয়ে সংশয় রয়েছে আইএমএফের রিপোর্টে। কারণ, ২০১৩-র জন্য বিশ্ব অর্থনীতির বৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে ২.৯% করেছে তারা।
|