৫-৫.৫% বৃদ্ধির আশা দেখছে রিজার্ভ ব্যাঙ্ক
র্ষা এ বার ভাল হয়েছে। তার সুফল কুড়োবে কৃষি। দুনিয়াজোড়া টালমাটালের মধ্যেও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে রফতানি। মুখ তুলেছে পরিকাঠামোও। তাই যাবতীয় সমস্যা সত্ত্বেও চলতি আর্থিক বছরের শেষে আর্থিক বৃদ্ধি ৫-৫.৫ শতাংশে পৌঁছে যাবে বলেই মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে এই পূর্বাভাস নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে একই বিন্দুতে দাঁড়াল তারা।
রঘুরাম রাজন
শুক্রবার পরিচালন পর্ষদের বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন বলেন, “অন্তত এই মুহূর্তে বৃদ্ধি নিয়ে কেন্দ্রের পূর্বাভাস না-মেলার কোনও কারণ নেই। খরিফ শস্যের ভাল ফলন, ঘুরে দাঁড়ানো রফতানি ও পরিকাঠামোয় ভর দিয়ে ওই লক্ষ্যমাত্রা ছোঁয়া অসম্ভব হবে না।”
এ দিন একই কথা বলেছেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়াও। চলতি অর্থবর্ষে বৃদ্ধি ৫% ছাপিয়ে যাবে বলে মনে করছেন তিনিও। তবে তিনি একই সঙ্গে জানান, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১২-’১৭) গড় বৃদ্ধি আর ৮ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব হবে কি না, তা ফের খতিয়ে দেখবে কমিশন।
প্রসঙ্গত চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধি ৪.৪ শতাংশে নেমে আসার পর বছর শেষে তা ৫ শতাংশে পৌঁছনো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। সম্প্রতি তা ৪.৭% হবে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। কিন্তু অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং প্রধানমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা সি রঙ্গরাজনের মতে, তা দাঁড়াবে ৫ শতাংশের উপর। ফলে সেই অর্থে এ দিন বৃদ্ধির পূর্বাভাসে শীর্ষ ব্যাঙ্ককে পাশে পেল কেন্দ্র।
এ দিকে নতুন ব্যাঙ্কের লাইসেন্স দেওয়ার জন্য আবেদনপত্র খতিয়ে দেখতে গড়া কমিটির সদস্যদের নামও এ দিন ঘোষণা করেছেন রাজন। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তিনি জানিয়েছিলেন, জানুয়ারির মধ্যে ওই লাইসেন্স দেওয়ার চেষ্টা করা হবে। এ জন্য টাটা, বিড়লা, অনিল অম্বানী গোষ্ঠী-সহ ২৬টি সংস্থার আবেদন খতিয়ে দেখবেন প্রাক্তন গভর্নর বিমল জালানের নেতৃত্বাধীন কমিটি। এ দিন তিনি জানান, ওই কমিটির বাকি সদস্যরা হলেন শীর্ষ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর ঊষা থোরাট, প্রাক্তন সেবি চেয়ারম্যান সি বি ভাবে ও বিশেষজ্ঞ নচিকেত মোর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.