|
|
|
|
৫-৫.৫% বৃদ্ধির আশা দেখছে রিজার্ভ ব্যাঙ্ক
সংবাদসংস্থা • রাইপুর |
বর্ষা এ বার ভাল হয়েছে। তার সুফল কুড়োবে কৃষি। দুনিয়াজোড়া টালমাটালের মধ্যেও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে রফতানি। মুখ তুলেছে পরিকাঠামোও। তাই যাবতীয় সমস্যা সত্ত্বেও চলতি আর্থিক বছরের শেষে আর্থিক বৃদ্ধি ৫-৫.৫ শতাংশে পৌঁছে যাবে বলেই মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে এই পূর্বাভাস নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে একই বিন্দুতে দাঁড়াল তারা।
|
রঘুরাম রাজন |
শুক্রবার পরিচালন পর্ষদের বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন বলেন, “অন্তত এই মুহূর্তে বৃদ্ধি নিয়ে কেন্দ্রের পূর্বাভাস না-মেলার কোনও কারণ নেই। খরিফ শস্যের ভাল ফলন, ঘুরে দাঁড়ানো রফতানি ও পরিকাঠামোয় ভর দিয়ে ওই লক্ষ্যমাত্রা ছোঁয়া অসম্ভব হবে না।”
এ দিন একই কথা বলেছেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়াও। চলতি অর্থবর্ষে বৃদ্ধি ৫% ছাপিয়ে যাবে বলে মনে করছেন তিনিও। তবে তিনি একই সঙ্গে জানান, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১২-’১৭) গড় বৃদ্ধি আর ৮ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব হবে কি না, তা ফের খতিয়ে দেখবে কমিশন।
প্রসঙ্গত চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধি ৪.৪ শতাংশে নেমে আসার পর বছর শেষে তা ৫ শতাংশে পৌঁছনো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। সম্প্রতি তা ৪.৭% হবে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। কিন্তু অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং প্রধানমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা সি রঙ্গরাজনের মতে, তা দাঁড়াবে ৫ শতাংশের উপর। ফলে সেই অর্থে এ দিন বৃদ্ধির পূর্বাভাসে শীর্ষ ব্যাঙ্ককে পাশে পেল কেন্দ্র।
এ দিকে নতুন ব্যাঙ্কের লাইসেন্স দেওয়ার জন্য আবেদনপত্র খতিয়ে দেখতে গড়া কমিটির সদস্যদের নামও এ দিন ঘোষণা করেছেন রাজন। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তিনি জানিয়েছিলেন, জানুয়ারির মধ্যে ওই লাইসেন্স দেওয়ার চেষ্টা করা হবে। এ জন্য টাটা, বিড়লা, অনিল অম্বানী গোষ্ঠী-সহ ২৬টি সংস্থার আবেদন খতিয়ে দেখবেন প্রাক্তন গভর্নর বিমল জালানের নেতৃত্বাধীন কমিটি। এ দিন তিনি জানান, ওই কমিটির বাকি সদস্যরা হলেন শীর্ষ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর ঊষা থোরাট, প্রাক্তন সেবি চেয়ারম্যান সি বি ভাবে ও বিশেষজ্ঞ নচিকেত মোর। |
|
|
|
|
|