মাস পয়লায় বেতনের দাবিতে বর্ধমানের জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করলো তৃণমূল শিক্ষা সেল। মঙ্গলবার জেলাশাসককে এই বিষয়ে স্মারকলিপি দেয় শাসক দলের শিক্ষক সংগঠনটি। তৃণমূল শিক্ষা সেলের নেতা স্বপন ঘোষাল ও গৌরাঙ্গ মিদ্দা জানান, ডিআই তাঁদের জানিয়েছেন ট্রেজারির দোষে এমন হচ্ছে। কিন্তু ট্রেজারি বলছে, একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের গাফিলতিতেই মাস পয়লায় মাইনে হচ্ছে না। ব্যাঙ্ক আবার ট্রেজারির বিরুদ্ধে সময়ে নথি না পাঠানোর করছে। আমরা জানতে চাই আসল দোষ কার। মুখ্যমন্ত্রীর স্কুল শিক্ষকদের মাস পয়লায় বেতন দেওয়ার সিদ্ধান্ত জেলা প্রশাসনকে যত দ্রুত সম্ভব পালন করার দাবিও জানিয়েছে এই শিক্ষক সংগঠন। জেলাশাসক সৌমিত্রমোহন সমস্যা মেটাতে বৈঠক ডাকার কথা জানিয়েছেন।
|
বিভিন্ন হোটেল এবং ধাবা থেকে ৮০০ লিটার মদ আটক করল পুলিশ। মঙ্গলবার রায়না ও মাধবডিহির সেহারাবাজার থেকে গুলচন্দপুর পর্যন্ত বর্ধমান-আরামবাগ রোডেনানা হোটেল থেকে ওই মদ আটক করা হয়। তিন জনকে ধরা হয়েছে। কাটোয়ার কুর্চি গ্রামে রবিবার রাতে তরুণকান্তি মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে দু’হাজার দেশি মদের বোতল বাজেয়াপ্ত করেছে বর্ধমান পূর্ব আবগারি দফতর। অতিরিক্ত জেলা আবগারি সুপার সুরজিৎ সরকার জানান, হোমিওপ্যাথি তৈরির স্পিরিট থেকে নকল মদ তৈরি করা হত ওই গ্রামে।
|
জুয়া খেলার অভিযোগে আট জনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। পানাগড় বাজার এলাকায় সোমবার গভীর রাতে হানা দিয়ে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। ৩৬২১০ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতেরা স্থানীয় বিরুডিহা এলাকার বাসিন্দা। |