বর্ধমান
পুতুল বনাম বরফ


ঝাপানতলা সর্বজনীন
বীরবর্ণনা মাঝবয়সী (বছর ৪৬) বীরের পরিধানে চট, মাদুর, পাটকাঠি, তালপাতা। সঙ্গী শ’পাঁচেক কাঠের পুতুল আর মাটির হাঁড়ি। প্রতিমার আদলও অনেকটা কাঠপুতুলের মতোই। রয়েছে আধুনিকতার ছোঁয়া।
ব্রহ্মাস্ত্র পুরস্কারের ঝুলি সবসময়েই ভরা। ২০০০ সালের ভাঙা মন্দির বা বাবুই পাখির বাসার মতো মণ্ডপ আজও মানুষের মনে অমলিন।
ব্যূহে ছিদ্র অল্প বৃষ্টিতেই জল থই থই মণ্ডপ। এ বছর যা বৃষ্টি হচ্ছে তাতে ঘটসমেত না ভেসে যায়!
কুবেরের ধন বাজেট এ বার তিন লক্ষ ছাড়াবে বলেই উদ্যোক্তাদের দাবি। সিংহভাগ ধনই আসবে বিজ্ঞাপন আর অনুদান থেকে।
তূণে বাড়তি ষষ্ঠীর বিকেলে ধামসা মাদলের তালে আদিবাসী মহিলাদের নাচ। উদ্বোধনে প্রশাসনের আধিকারিকেরা।

লিপিকা আইচ

পুজোর চার দিন মণ্ডপেই টানা আড্ডা আর মজা।
সুপর্ণা বন্দ্যোপাধ্যায়

পুজোয় কিন্তু হারিয়ে যাওয়ার নেই মানা।
সেনাপতির রণহঙ্কার

সনৎকুমার সিংহ,
এক ফালি জায়গাতেই নতুন থিম!

শ্যামলাল সর্বজনীন
বীরবর্ণনা বয়সে বৃদ্ধ (৭০ বছর), হলেও তেজ যথেষ্ট। বীরের যুদ্ধসাজের সঙ্গী তালপাতা, বাঁশ, ঘাস, পাট আরও নানা কিছু। থিমে এ বছর শস্য শ্যামলা বঙ্গদেশ নয়, মণ্ডপে বরফের দেশে সবুজের উচ্ছ্বাস।
ব্রহ্মাস্ত্র গত বছর ছত্রাকের আদলে মণ্ডপ পুরস্কার এনেছিল। তার আগের বছরও মহাকাশে সপরিবারে দেবী জেলা পুলিশ প্রশাসনের সেরা পুজো হয়েছিল।
ব্যূহে ছিদ্র জায়গাটা বড্ড ছোট। মানুষ সহজে মণ্ডপে ঢুকতে পারেন না, আর কোনও রকমে ঢুকে গেলে বেরোতে ঘেমে নেয়ে একশা।
কুবেরের ধন বাজেট এ বার ছয় লক্ষ। পাড়ার প্রবাসী বাসিন্দাদের পকেট ও বিজ্ঞাপনই ভরসা।
তূণে বাড়তি টানা ২০ বছর ধরে প্রতি বারই আলোকসজ্জায় নতুন নতুন চমক। এ বারও আলোর ভেলকিই অস্ত্র।

অনিন্দিতা পাল,

এমন টান যে আমি বাপের বাড়িও যাই না।
একতা পাঁজা,

মামার বাড়ির পুজোর মজাটাই পুরো আলাদা।
সেনাপতির রণহঙ্কার

সুব্রত মিত্র,
আমাদের ভাবনাই মৌলিক!
সংকলন: রানা সেনগুপ্ত। ছবি: উদিত সিংহ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.