দুর্গাপুজোর লাইটিংয়ের গেট রাস্তায় মিনিবাসের উপর ভেঙে পড়ল। মঙ্গলবার রাত ৯টা নাগাদ বেনাচিতির সুভাষপল্লি এলাকায় নাচন রোডের ঘটনা। চার জন বাসযাত্রী চোট পান। যানজটও হয়। স্থানীয়দের অভিযোগ, উদ্যোক্তারা গেট বানানোর সময় ভাল ভাবে বানাননি। বাস মালিক অমিত গঙ্গোপাধ্যয় বলেন, “বাসের সামনের কাচ-সহ কেবিন দুমড়ে গিয়েছে।” স্থানীয় কাউন্সিলর মধুসূদন মণ্ডল জানান, এলাকার এবং পাশের পুজো কমিটির লোকজনদের নিয়ে করাত দিয়ে ভাঙা গেট সরিয়ে ফেলা এবং রাস্তা যানজট মুক্ত করার কাজ শুরু করেছেন তিনি। তিনি বলেন, “এই কাজ শেষ হতে ঘণ্টা দু’য়েক লাগবে।” এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, স্থানীয় ফাঁড়িকে পুজো কমিটির ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। বুধবার কমিটিকে ডেকে জানতে চাওয়া হবে কেন এমন ঘটল। কোনও গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উদ্যোক্তাদের কাউকে দেখা যায়নি।
|
বকেয়া চেয়ে বিক্ষোভ মিলে |