রায়গঞ্জে কর্ণজোড়ায় সরকারি সুইমিং পুলে সাঁতার কাটার সময়ে জলে ডুবে এক ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করল উত্তর দিনাজপুর প্রশাসন। প্রশাসনের নির্দেশে সোমবার তদন্ত শুরু করেছেন জেলা উন্নয়ন ও পরিকল্পনা দফতরের আধিকারিকেরা। ওই দফতরের অধীনেই সুইমিং পুলটি রয়েছে। এ দিন থেকে প্রশাসনের তরফে অনির্দিষ্ট কালের জন্য সুইমিং পুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, “তদন্ত শুরু করেছে প্রশাসন। তদন্তে পুলের প্রশিক্ষকের বিরুদ্ধে গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুইমিং পুল বন্ধ থাকবে।” গত রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের মিলনপাড়া এলাকার বাসিন্দা অমিক সাহা (১৬) নামে একাদশ শ্রেণির ছাত্র সুইমিং পুলে সাঁতার কাটার সময়ে জলে তলিয়ে যায়। সুইমিং পুলের কর্মী ও তার বন্ধুরা অমিককে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন। রায়গঞ্জ থানার আইসি দীনেশ প্রামাণিক বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে হৃদরোগে আক্রান্ত ও শ্বাসরোধ হয়ে অমিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে বিষয়টি স্পষ্ট হবে। মৃতের পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়নি।”
|
পুজোর জায়গা বাছাইকে কেন্দ্র করে বিবাদে গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকায় রবিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় এক পুলিশ কর্মী-সহ ৫ জন জখম হন বলে জানা গিয়েছে। পুলিশ এবং এলাকাবাসীদের সূত্রে জানা গিয়েছে, গত তিন বছর ধরে শিববাড়ি এলাকার হাটে স্থানীয় একটি সর্বজনীন পুজো কমিটি পুজোর আয়োজন হয়। যদিও হাট কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ অনুমতি না নিয়েও ওই পুজোর আয়োজন করা হয়। গত রবিবার রাতে পুজো উদ্যোক্তাদের উপর হামলার অভিযোগ ওঠে হাট কর্তৃপক্ষের একাংশের বিরুদ্ধে। পুজো উদ্যোক্তাদের ৪ জন জখম হয় বলে অভিযোগ। পরে এলাকার বাসিন্দারা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করলে, পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। সে সময়েই জনতার ছোঁড়া ঢিলে গঙ্গারামপুর থানার এক সাব ইন্সপেক্টর জখম হন। তাঁকে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক স্বপন বন্দ্যোপাধ্যায় এই দিন বলেন, “পুজোর জায়গাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পরে দু’পক্ষের মোট ২৭ জনকে আটক করা হয়। যদিও পরে তারা নিজেদের মধ্যে মীমাংসা করে নেন। তাই তখন সকলকেই থানা থেকেই ছেড়ে দেওয়া হয়েছে।”
|
২ লক্ষ ৯০ হাজার জল টাকা উদ্ধার করল ইংরেজ বাজার থানার পুলিশ। পুলিশ অনারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রথবাড়ি এলাকায় একটি বাসে হানা দিয়ে অনারুল শেখকে আটক করে। তার হেফাজত থেকে ওই জালনোট উদ্ধার হয়। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, ধৃতকে জেরা করা হচ্ছে। চক্রের বাকিদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। |