|
|
|
|
কলেজ ভবনের জমি বিতর্ক মেটাতে ৫ সদস্যের কমিটি |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
শামুকতলা সিধু কানহু কলেজের স্থায়ী ভবনের জমি বির্তক মেটাতে ৫ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। সোমবার আলিপুরদুয়ার সার্কিট হাউসে মহকুমা প্রশাসন সর্বদলীয় বৈঠকে ডাকে। বৈঠকে কলেজের পরিচালন সমিতি এবং প্রশাসনের প্রতিনিধিরা ছাড়াও ব্যবসায়ী সমিতি, শামুকতলা কলেজ রক্ষা কমিটি ও নানা রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গঠিত কমিটি কলেজের জন্য প্রস্তাবিত বিভিন্ন জমি পরিদর্শন করে রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই কলেজের স্থান চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। মহকুমা শাসক নিখিল নির্মল বলেন, “স্থায়ী ভবন তৈরিতে যে জটিলতা তৈরি হয়েছে তা নিরসনে এক জন ডেপুটি ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে পাঁচ সদস্যের কমিটি গড়া হয়েছে। নভেম্বর মাসে প্রথম সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি।” তিন বছর আগে অস্থায়ী ভবনে শামুকতলা সিধু কানহু কলেজের পঠন -পাঠন শুরু হয়। পরিচালন সমিতি সূত্রে জানা গিয়েছে, কলেজের ছাত্র -ছাত্রীর সংখ্যা সাড়ে ৫০০। স্থায়ী ভবন নির্মানের জন্য ৭৮ লক্ষ টাকা বরাদ্দ হলেও জমি নিয়ে বির্তক চলছে বলে প্রশাসন জানিয়েছে। ভবন তৈরির জন্য শামুকতলা বস্তি এলাকায় পাঁচ একর জমিও পাওয়া গেলেও বাসিন্দাদের বাধায়, পটটোলায় সরিয়ে আনা হয়। সেখানেও বাসিন্দারা বাধা দেওয়ায় পুখুরিয়া গ্রামে কলেজের জায়গা বাছা হয়। এর পর থেকেই পুখুরিয়া এবং পটটোলা দু’জায়গাতেই কলেজ তৈরির দাবি এবং প্রতিবাদে বাসিন্দারা আন্দোলন শুরু করেন। কলেজের জমি সংক্রান্ত দাবি -পাল্টা দাবিতে গত দু’সপ্তাহে চার বার রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলন হয়। বির্তক মেটাতে উদ্যোগী হয় প্রশাসন।
|
|
|
|
|
|