শহরবাসীকে মন্ত্রীর ‘উপহার’ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুজোর মুখে উদ্বোধন হল শিলিগুড়ির চতুর্থ মহানন্দা সেতুর। সোমবার দুপুরে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ ) চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব সেতুর উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, “নতুন এই সেতুটি শহরবাসীকে পুজোর উপহার হিসাবে তুলে দেওয়া হল। এতে মাটিগাড়ার সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হল।”
|
|
চতুর্থ মহানন্দা সেতু উদ্বোধনের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে
করমর্দন করে ধন্যবাদ জানাচ্ছেন পড়ুয়ারা। ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
প্রায় ১১ কোটি টাকা খরচে সেতু এবং সংযোগকারী রাস্তা তৈরি করা হয়েছে। বাম আমলে ২০০৮ সালে সেতুর কাজ শুরু হয়। সেতুর কাজ অনেকাংশে হয়ে গেলেও সংযোগকারী রাস্তার তৈরি না করায় কাজ সম্পূর্ণ হয়নি। রাজ্যে নতুন সরকার আসার পর এসজেডিএ’র চেয়ারম্যান হন শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। রাস্তার জমি নিয়ে বাসিন্দাদের সঙ্গে আলোচনা শুরু হলেও তা ফলপ্রসূ হয়নি।
মার্চ মাসে এসজেডিএ’র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন মন্ত্রী গৌতমবাবু। তিনিই বাসিন্দাদের নিয়ে একাধিক বৈঠক করে উপযুক্ত ক্ষতিরপূরণ দিয়ে রাস্তার জায়গার ব্যবস্থা করেন। সেতুর কাজও শেষ হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দাবি, “বাম জমানায় ২ কোটি ৯ লক্ষ ৯৬ হাজার টাকা সেতুর কাজে বরাদ্দ হয়। ২০১১ সালের মে মাস পর্যন্ত সেই মত কাজ হয়েছে। আমরা ক্ষমতায় আসার পর প্রথম দফায় সেতুর কাজে প্রায় ৩ কোটি ৩৬ লক্ষ টাকা এবং পরে রাস্তা নিকাশির কাজে আরও ৩ কোটি ৭৩ লক্ষ টাকার বরাদ্দ হয়। রাস্তার জমির জন্য ক্ষতিপূরণ দিতে খরচ করা হয় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। টাকার বরাদ্দেই বোঝা যাচ্ছে বাম জমানায় সেতুর কী কাজ হয়েছে।” রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “সেতুর অধিকাংশ কাজ আমরা করেছিলাম। সংযোগ রাস্তার কাজ শেষ হয়নি।” |
|