টুকরো খবর
বাঁকুড়ায় স্কুল নির্বাচনে মিশ্র ফল
বাঁকুড়া জেলার স্কুলভোটে মিশ্র ফল হয়েছে। রবিবার জেলার ১২টি স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়েছে। তার মধ্যে ছাতনা ব্লকের কামিনবাঁধ হাইস্কুল, হিড়বাঁধ হাইস্কুল ও ইঁদপুরের ফুলকুসমা হাইস্কুলে জয়ী হয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। কামিনবাঁধ ও হিড়বাঁধ হাইস্কুলের ৬টি আসনের মধ্যে ৪টি করে এবং ফুলকুসমা হাইস্কুলে ৬টি আসনেই জয়ী সিপিএম। অন্য দিকে, বাঁকুড়ার আঁধারথোল হাইস্কুল, রাইপুরের মণ্ডলকুলি নেতাজী হাইস্কুল, সাতপাট্টা দেমুশ্যনা হাইস্কুল ও শ্যামসুন্দরপুর জুনিয়র হাইস্কুল, ইঁদপুরের গোয়েন্কা ও বগা হাইস্কুল, ছাতনার আড়রা, রানিবাঁধের ছেঁন্দাপাথর, খাতড়ার কাঁকড়াদাঁড়া শিবানন্দ স্মৃতি হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এগুলির মধ্যে কাঁকড়াদাড়া, ছেঁন্দাপাথর, সাতপাট্টা ও মলকুলি হাইস্কুলের পরিচালন সমিতি দীর্ঘদিন ধরে সিপিএমের দখলে ছিল।

কালভার্টে লরি উল্টে ফাটল
কালভার্টের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার বেলিয়াতোড়-সোনামুখী রাস্তায়, ছান্দার এলাকার কাছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ জখম হননি। তবে, দুর্ঘটনার জেরে ওই রাস্তায় আপাতত বাস ও লরি-ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। কালভার্টে ফাটল মেরামতির পরে ফের যান চলাচল স্বাভাবিক হবে। এই রাস্তার উপর দিয়ে বাঁকুড়া, সোনামুখী ছাড়াও বাঁকুড়া থেকে বর্ধমানগামী কয়েকটি বাস চলাচল করে। পুজোর মুখে রাস্তাটি বন্ধ হয়ে পড়ায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বেলিয়াতোড়ের বাসিন্দা সঞ্জয় পাল, রাজীব ঘোষালরা বলেন, “ওই কালভার্ট দীর্ঘদিন খারাপ অবস্থায় ছিল। কিন্তু মেরামতির কোনও উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন। বহু নিত্যযাত্রী এই পথেই সোনামুখী যাতায়াত করেন। রাস্তা বন্ধ হয়ে পড়ায় ঘুরপথে যাতায়াত করতে হবে।” কালভার্ট মেরামতির কাজ দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন বড়জোড়ার বিডিও ইস্তেয়াক আহমেদ খান।

ধর্ষণের নালিশ, ধৃত শিক্ষক
ধর্ষণের অভিযোগে সোমবার এক স্কুলশিক্ষককে গ্রেফতার করল কলকাতার নারকেলডাঙা থানার পুলিশ। ধৃত শিক্ষকের নাম বধিরাম মান্ডি। বাড়ি বান্দোয়ান থানার চিরুডি গ্রামে। তিনি কেন্দা থানার গোবিন্দপুর হাইস্কুলের শিক্ষক। এ দিন নারকেলডাঙা পুলিশের একটি দল গোবিন্দপুর গ্রামে এসে তাঁকে গ্রেফতার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বান্দোয়ানের লাগোয়া বোরো থানা এলাকার এক আদিবাসী তরুণী কলকাতায় নার্সের চাকরি করেন। বছর পাঁচেক আগে বধিরামবাবুর সঙ্গে তাঁর পরিচয় হয়। চলতি ফেব্রুয়ারিতে ওই তরুণী নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগে দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বধিরামবাবু তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি জানতে পারেন তাঁর অজান্তে বধিরামবাবু বিয়ে করেছেন।

পড়ুয়াদের জন্য
সর্বশিক্ষা মিশনের আর‌্থিক সহায়তায় সোমবার মানবাজারে প্রতিবন্ধী পড়ুয়াদের মধ্যে সহায়ক সরঞ্জাম বিলি হয়েছে। এ দিন মানবাজার ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের হাতে স্টিক ট্রাই সাইকেল, ক্র্যাচ, ব্রেল স্লেট, কানে শোনার সহায়ক মেশিন প্রভৃতি তুলে দেওয়া হয়। অবর বিদ্যালয় পরিদর্শক ইরা সুবুদ্ধি জানান, মানবাজার ব্লকের তিনটি সার্কেলের মোট ৫৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের হাতে সহায়ক সরঞ্জাম তুলে দিয়েছেন মানবাজার ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মাহাতো। অনুষ্ঠানে মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডু উপস্থিত ছিলেন।

গাঁজা উদ্ধার
জাতীয় সড়কের উপর একটি গাড়ির পিছনে ধাওয়া করে ৮০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ধরা পড়ল তিন পাচারকারী। গাড়িটিকেও আটক করা হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানা এলাকার উজালা মোড়ে। পুলিশ জানিয়েছে, মেদিনীপুর থেকে ধানবাদের দিকে যাচ্ছিল গাড়িটি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের টহলদারি গাড়ি ধাওয়া করে ধরে। ধৃতদের বাড়ি ধানবাদ শহরে। আজ, মঙ্গলবার তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে।

ফের দিন ধার্য
সারদার সারদার কর্ণধার সুদীপ্ত সেন-সহ অন্য কর্মকর্তারা বোলপুর আদালতে সোমবার অনুপস্থিত থাকায়, আগামি আগামী ৪ নভেম্বর ফের তাঁদের আদালতে হাজির করানোর নির্দেশ দিলেন বিচারক। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল জানান, সুদীপ্ত সেন ও মনোজকুমার নাগেল পুলিশ রিমান্ডে থাকায় এদিন আদালতে অনুপস্থিত ছিলেন। দেবযানী মুখোপাধ্যায় অসুস্থতার জন্য হাজির হতে পারেননি। প্রসঙ্গত, সারদার কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ-সহ একাধিক অভিযোগ রয়েছে। রবিবারই সুদীপ্ত সেনকে সিউড়ি আদালতে তোলা হয়েছিল। তিন দিন পুলিশি হেফাজত হয়।

পুরুলিয়ায় চেক বিলি
সারদা সংস্থায় লগ্নি করে ক্ষতিগ্রস্তদের জন্য পুরুলিয়ায় চেক বিলি হল। পুরুলিয়া ১ ব্লক অফিসে সোমবার মন্ত্রী শান্তিরাম মাহাতো ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন। সকাল থেকে চেক নিতে ভিড় উপচে পড়েছিল সেখানে। মানবাজার থানায় ৭ জনের হাতে বিধায়ক সন্ধ্যারানি টুডু চেক দেন। এ দিন পুঞ্চায় ১০৫ জনের মধ্যে ৮৪ জন, বরাবাজারে ৭৪ জন, কেন্দায় ১৮ জন এবং বান্দোয়ান থানা এলাকার এক জন চেক পেয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.