টুকরো খবর
অধীরকে গ্রেফতার না করার আর্জিও খারিজ
রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী ‘গ্রেফতার না করার’ আবেদন সোমবার খারিজ করে দিলেন বহরমপুর জজকোর্টের পুজো অবকাশকালীন দায়রা বিচারক দুলাল কর। এর আগে, গত ৩ অক্টোবর, বহরমপুর জজর্কোটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক অসিতকুমার দে তাঁর অন্তর্বর্তিকালীন জামিনের আবেদনের শুনানিও গ্রহণ করেননি। আগামী ২৯ অক্টোবর ওই শুনানির দিন ধার্য হয়েছে। এ দিন বিচারক জানান, আদালত আগামী ২৯ অক্টোবর নির্ধারিত দিনেই অধীরের জামিনের আবেদনের শুনানি হবে। মুর্শিদাবাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই শুনানি হওয়ার কথা। আদালতে অধীরের আইনজীবী জানান, রেল প্রতিমন্ত্রী জনপ্রিয় জনপ্রতিনিধি। পুজো এবং ঈদ উৎসবে বহরমপুর এলাকায় তাঁর বেশ কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে। ওই সময়ে জনস্বার্থে যাতে তিনি এলাকায় কাজ করতে পারেন সে জন্য ২৯ অক্টোবরের শুনানির আগে পর্যন্ত অধীরকে গ্রেফতার না করার আবেদন করেছিলেন তাঁর আইনজীবী পীযূষ ঘোষ। কিন্তু সরকার পক্ষের আইনজীবী ওই আবেদনের বিরোধিতা করেন।

পুরনো খবর:
স্ত্রীকে কুপিয়ে খুনের নালিশ বেলডাঙায়
স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মৃত মহিলার নাম অখিলা বিবি (৩৮)। বাড়ি নওদা থানার বৃন্দাবনপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই মহিলা একটি দোকানে বিড়ি বাঁধার কাজ করছিলেন। সেই সময়ে দ্বিতীয় পক্ষের স্বামী কুরমান শেখ হাঁসুয়া দিয়ে ওই মহিলার গলায় কোপ মারে। আশঙ্কাজনক অবস্থায় নওদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ওই মহিলা মারা যান। মুর্শিদাবাদের অতিরিতক্ত পুলিশ সুপার ইন্দ্র চক্রবর্তী বলেন, “অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্ত চলছে।” পুলিশ জানিয়েছে, ওই মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীর বাড়ি বর্ধমানের পাণ্ডবেশ্বরে। মণ্ডপ বাঁধার কারিগর হিসেবে কুরমান শেখ নওদার আমতলায় থাকত। তখনই ওই মহিলার সঙ্গে তার পরিচয় হয়। বছর খানেক আগে তারা বিয়েও করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পাণ্ডবেশ্বরে শ্বশুরবাড়ি যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী’র সম্পর্কের অবনতি হয়। ওই মহিলা বর্ধমান যেতে রাজি হননি। তাই নিয়ে গত কয়েক দিন ধরে গণ্ডগোল চরমে পৌঁছায়। এ দিন ওই মহিলা যখন বিড়ি বাঁধার কাজ করছিলেন, সেই সময়ে কোমরের মধ্যে হাঁসুয়া গুঁজে ওই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছায়। এর পরেই আচমকা হাঁসুয়া বের করে গলায় কোপ মারে। পরে ঘটনাস্থল ছেড়ে পালায়। পুলিশ জানায়, ওই মহিলার প্রথম পক্ষের দুই ছেলেমেয়ে রয়েছে। ওই মহিলার প্রথম পক্ষের স্বামী ছেলেমেয়েকে নিয়ে নওদার রাজাপুর গ্রামে থাকেন।

অধ্যক্ষের বাড়িতে চড়াও
ছাত্র ভর্তির দাবিতে সোমবার দুপুরে জঙ্গিপুর কলেজের অধ্যক্ষের বাড়ি চড়াও হল ছাত্রপরিষদের কর্মী-সমর্থকরা। এমনই অভিযোগ অধ্যক্ষ আবু এল শুকরানা মণ্ডলের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। অধ্যক্ষ আবু এল শুকরানা মণ্ডল বলেন, “ছাত্রপরিষদের সমর্থকরা আমার বাড়ির গ্রীলের দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। অকথ্য ভাষায় তারা আমাকে গালিগালাজও করে।” প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর ছাত্র ভর্তি নিয়ে ছাত্র সংগঠনগুলির লাগাতার বিক্ষোভের জেরে অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ রাখার নোটিশ ঝুলিয়ে দেন অধ্যক্ষ। পরে ছাত্র ভর্তি বন্ধ রাখার শর্তে মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে কলেজ খোলা হয়। কিন্তু তার পর থেকে কলেজে অনুপস্থিত রয়েছেন অধ্যক্ষ। ছাত্রপরিষদের জঙ্গিপুর শহর সভাপতি সৌরভ চট্টোপাধ্যায় বলেন, “অধ্যক্ষের বাড়ির সামনে আমাদের ধর্না-বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। কোনও অশালীন আচরণ করা হয়নি।” জঙ্গিপুরের মহকুমা শাসক অরবিন্দকুমার মিনা বলেন, “ছাত্র ভর্তি নিয়ে সমস্যা মেটাতে মঙ্গলবার বিকেলে কলেজ পরিচালন সমিতির সদস্যদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। অধ্যক্ষকেও থাকতে বলা হয়েছে।”

স্কুল ভোটে মিশ্র ফল
রবিবার দুই জেলার বেশ কয়েকটি স্কুলের পরিচালন সমিতির নির্বাচন ছিল। প্রধান তিন রাজনৈতিক শক্তির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নদিয়ার পলাশিপাড়ার এমজি বালিকা বিদ্যালয়ের ভোটে ৬টি আসনের মধ্যে সিপিএম ও তৃণমূল ৩টি করে আসনে জিতেছে। গোপীনাথপুর নেতাজি বিদ্যাপীঠের ভোটে ৫টি আসন তৃণমূল পেয়েছে। সিপিএমের ঝুলিতে গেছে নামমাত্র একটি আসন। বার্ণিয়া সবার্থ সাধিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির ভোটে ৬টি আসনের সবকটিতেই জিতেছে কংগ্রেস। তেহট্ট উচ্চ বিদ্যালয়ের ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছে শাসকদল। নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের ভোটে ৬টি আসনের ৪টিতে তৃণমূল ও ২টিতে সিপিএম জিতেছে। কালীগঞ্জের বড়চাঁদঘর লালদিঘি উচ্চ বিদ্যালয়ের ভোটে সিপিএম নিরঙ্কুশ জয় পেয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের বেলডাঙার মানিকনগর উচ্চ বিদ্যালয়ের ভোটে সবকটি আসনেই জিতেছে কংগ্রেস। বড়ঞার নিত্যগোপাল শ্রীবানীবালা উচ্চ বিদ্যালয়ের ভোটে কংগ্রেস পেয়েছে ৪টি আসন। সিপিএম ও আরএসপির ঝুলিতে গেছে একটি করে আসন। অন্যদিকে কান্দির হিজল উচ্চ বিদ্যালয়ের ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল।

মালিক-শ্রমিক দ্বিপাক্ষিক বৈঠক
সরকারি নির্দেশ উপেক্ষা করে বৃহস্পতিবার অরঙ্গাবাদে বিড়ি মালিক ও শ্রমিক সংগঠনগুলি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে। বিড়ি শ্রমিকদের মজুরি নিয়ে নয়া চুক্তি স্বাক্ষর হতে পারে ওই বৈঠকে। সব সংগঠনকেই বৈঠকে ডেকেছে মালিকপক্ষ। যদিও আইএনটিটিইউসির জেলা সভাপতি আবু সুফিয়ান বলেন, “বৈঠকে গেলেও সরকারি ন্যূনতম মজুরি (প্রতি হাজার ১৬৯) ছাড়া কোনও দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করব না।” সিটুর বিড়ি শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক চিত্তরঞ্জন সরকার বলেন, “ন্যূনতম মজুরি আমরাও চাই। কিন্তু রাজ্য সরকার ২ বছরেও তা বলবৎ করতে কোনও পদক্ষেপ না করায় মালিকেরা লাভবান হচ্ছেন। তাই আলোচনার পথে যেতে বাধ্য হচ্ছি।”

অনশনে মহিলারা
গ্রামে মদের দোকানের লাইসেন্স না দেওয়ার দাবিতে সোমবার সকালে বিক্ষোভ দেখালেন হাঁসখালির দুর্গাপুরের বাসিন্দারা। এ দিন সকালে তাঁরা প্রথমে বগুলা-দত্তফুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেন। পরে দুর্গাপুর রেলস্টেশনের পাশে মঞ্চ করে অনশন শুরু করেন মহিলারা। দুপুর তিনটে নাগাদ রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বিধায়ক তৃণমূলের সমীর পোদ্দার ও হাঁসখালির বিডিও এসে মদের দোকান না হওয়ার প্রতিশ্রুতি দিলে অনশন ওঠে।

পাচারে ধৃত যুবক
দুধের গাড়িতে করে ফেনসিডিল পাচারের সময় পুলিশ মিনারুল শাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার সকালে ইসলামপুর বাজারের কাছে পুলিশ যুবককে ধরে। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, “বহরমপুর থেকে সাগরপাড়ায় ফেরার পথে ওই যুবক ৪০০ বোতল ফেনসিডিল নিয়ে আসছিল।”

জলে ডুবে মৃত্যু
জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম স্বপন গোপ (৪১)। বাড়ি খড়গ্রামের মারগ্রাম পঞ্চায়েতের খেঁসর গ্রামে। পুলিশ জানায়, সোমবার সকালে ওই ব্যক্তি পুকুর পাড়ে পা পিছলে জলে পড়ে যান। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে। কান্দি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই ব্যক্তি মারা যান।

দেহ উদ্ধার
গলার নলি কাটা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে গাংনাপুর থানার একটি গ্রামের মাঠ থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। স্থানীয় বাসিন্দারা দেহটি মাঠে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। দেহটি উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

অস্ত্র-সহ ধৃত
মাস্কেট, পিস্তল ও চার রাউন্ড গুলি-সহ পুলিশ রবিবার রাতে রেজিনগরের ঝিঁকড়া থেকে সাজাহান শেখ ও মুকুল শেখ নামে দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতেরা ২০০৭ সাল থেকে মাওবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.