টুকরো খবর |
হিমঘর অচল, বিপাকে ফুল ব্যবসায়ীরা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিদ্যুতের ট্রান্সফর্মার বিকল হওয়ায় গত দু’সপ্তাহ ধরে বন্ধ হয়ে রয়েছে পাঁশকুড়া সরকারি ফুল বাজারের হিমঘর। ফলে দুর্গাপুজোর মুখে বিপাকে পড়েছেন ফুল ব্যবসায়ীরা। বাধ্য হয়ে ব্যবসায়ীরা সরকারি ওই হিমঘরে জমা রাখা পদ্ম ও গোলাপ সরিয়ে নিয়ে স্থানীয় একটি বেসরকারি হিমঘরে রেখেছেন। ফুলবাজার পরিচালন কমিটির সদস্য নারায়ণ নায়েক জানান, গত ২৩ সেপ্টেম্বর ফুল বাজারের হিমঘর সংলগ্ন ২৫ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের ট্রান্সফর্মারটি বিকল হয়ে গেলে হিমঘরটি অচল হয়ে পড়ে। নারায়ণবাবু বলেন, “ফুল ব্যবসায়ীদের অসুবিধার বিষয়টি উল্লেখ করে দ্রুত ট্রান্সফর্মার বদলের জন্য বিদ্যুৎ দফতরের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু প্রায় দু’সপ্তাহ কেটে গেলেও তা বদল করা হয়নি।” রাজ্য বিদ্যুৎ বণ্টন দফতরের পাঁশকুড়ার স্টেশন ম্যানেজার মিনাজ সর্দার বলেন, ‘‘ট্রান্সফর্মার পরিবর্তনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। কয়েকদিনের মধ্যে বিকল ট্রান্সফর্মার পরিবর্তন করা হবে।” পুজোর সময় বিক্রির জন্য ওই হিমঘরে গাঁদা ফুল জমা রেখেছিলেন ফুল ব্যবসায়ী মানিক রানা। তিনি বলেন, “আমি দু’হাজার গাঁদাফুলের মালা হিমঘরে রেখেছিলাম। এ ছাড়াও তিন হাজার পদ্ম রাখার জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু যেদিন পদ্ম নিয়ে আসি সেদিনই ট্রান্সফর্মার বিকল হয়ে যায়। বাধ্য হয়ে একটি আলুর হিমঘরে পদ্ম জমা করেছি। গাঁদা নষ্ট হয়ে প্রায় ৬ হাজার টাকা ক্ষতি হয়েছে।”
|
‘কন্যাশ্রী’ প্রকল্পের জন্য লটারি পাঁশকুড়ার স্কুলে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
চাহিদার তুলনায় আবেদন পত্র অপ্রতুল। তাই রাজ্য সরকারের নতুন কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্র কে পাবে ঠিক করতে ছাত্রীদের নিয়ে লটারি হল পাঁশকুড়ার ঘোষপুর হাইস্কুলে। এদিন ওই স্কুলের হলঘরে প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য ছাত্রীদের উপস্থিতিতে লটারি হয়। লটারির মাধ্যমে ১৮ জন ছাত্রীকে আবেদনপত্র দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়। আবেদনপত্র বিলির জন্য লটারি করার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাইচন্দ্র আদক বলেন, ‘‘আমাদের স্কুলের ২৩৬ জন ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাওয়ার যোগ্য। কিন্তু প্রথম পর্যায়ে আমাদের বিদ্যালয়ের জন্য মাত্র ১৮টি আবেদনপত্র দেওয়া হয়েছে। তা বিলি নিয়ে যাতে কোনও ক্ষোভ-বিক্ষোভ না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।” পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) সুমন হাওলাদার বলেন, “জেলায় যে সংখ্যক আবেদনপত্র এসেছিল তা বিভিন্ন স্কুলকে দেওয়া হয়েছে। চাহিদার তুলনায় তা কম এটা ঠিক। তবে এতে ছাত্রী-অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ এই প্রকল্পে আবেদন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিটি স্কুলে শীঘ্রই পর্যাপ্তসংখ্যক আবেদনপত্র পাঠানো হবে।”
|
রাস্তা মেরামতের দাবিতে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসী। সোমবার সকালে কেশপুরের ইছাইপুরে এই অবরোধ হয়। পরে রাস্তা সংস্কারের আশ্বাসে অবরোধ ওঠে। কেশপুরের বিডিও মহম্মদ জামিল আখতার বলেন, “দুপুর থেকেই রাস্তার কাজ শুরু করেছে পূর্ত দফতরের কর্মীরা।” এ দিন ইছাইপুর দিয়ে বাসও চালাননি বাস মালিকেরা। ফলে, দিনভর কেশপুর-ঘাটাল ভায়া চন্দ্রকোনা রুটের নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন। ইছাইপুরের পুরনো চাতালটি জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। জল জমে থাকায় চাতালের দু’দিকের রাস্তাও বেহাল হয়ে পড়েছে। ব্লক প্রশাসন জানিয়েছে, দ্রুত রাস্তা সংস্কারের সব রকম চেষ্টা চলছে।
|
বিদ্যাসাগরে ফল আজ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বি কম পার্ট-২ থ্রি টায়ারের ফল প্রকাশিত হবে আজ, মঙ্গলবার। ভোকেশনাল পাঠক্রমের ফলও আজ প্রকাশিত হবে। কলেজ থেকে ছাত্রছাত্রীরা তাঁদের মার্কশিটও পেয়ে যাবেন। এ ছাড়াও ফল জানা যাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটেও (www.vidyasagar.ac.in)।
|
স্কুলে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি-৩ ব্লকের বাহিরী ব্রাটলিবার্ড হাইস্কুলে রবিবার পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নিবার্চন হয়। ৬টি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জিতেছেন। অন্য দিকে রামনগর-২ ব্লকের মৈতনা পঞ্চায়েতের তেঁতুলতলা কে কে হাইস্কুলেও রবিবার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হন।
|
নাগরিক সভা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও অপসংস্কৃতির প্রতিবাদে রবিবার কাঁথির রাও রিক্রিয়েশন ক্লাবে এক নাগরিক কনভেনশন হল। বক্তব্য রাখেন নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত, অধ্যাপিকা অনুরূপা দাস, শেখ আবদুল রহিম প্রমুখ। সভাপতিত্ব করেন কাঁথির প্রবীণ আইনজীবী জগদীশচন্দ্র দাস।
|
স্কুলের পত্রিকা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেশপুরের আনন্দপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পত্রিকা ‘দীপশিখা’ প্রকাশিত হল সোমবার। স্কুলের এক অনুষ্ঠানে এটি প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন বিডিও মহম্মদ জামিল আখতার, পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত, স্কুলের প্রধান শিক্ষক সুবীরকুমার হান্দল। পত্রিকা সম্পাদনা করেছেন সহ-শিক্ষক শীর্ষেন্দু প্রামাণিক।
|
দায়িত্ব হস্তান্তর |
|
—নিজস্ব চিত্র। |
তৃণমূলের নতুন পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডলকে দায়িত্ব হস্তান্তর করলেন সিপিএমের প্রাক্তন পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। গত ২০ সেপ্টেম্বর অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর সোমবারই প্রথম হলদিয়া পুরসভায় আসেন তমালিকাদেবী। হস্তান্তর পর্বের পর দেবপ্রসাদবাবু বলেন, “উনি গঠনমূলক ভূমিকা নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।” আর তমালিকাদেবী বলেন, “আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। কাউন্সিলররা উন্নয়নের ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করবেন।”
|
ক্ষতিপূরণের চেক |
|
—নিজস্ব চিত্র। |
সোমবার সুতাহাটার সুবর্ণজয়ন্তী হলে সারদা কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন জেলার আর এক মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলাশাসক অন্তরা আচার্য প্রমুখ। মহকুমাশাসক শঙ্কর নস্কর জানান, মহকুমার মোট ৬৪০ জনকে ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
|
কয়লার সন্ধানে |
|
ছবি: পার্থপ্রতিম দাস। |
কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে বেরিয়ে আসা খালের জলে মিশে থাকে পোড়া কয়লা। আর খালের জল মশারিতে ছেঁকে সেই পোড়া কয়লা জমা করেই দিন গুজরান হয় মহিষগোট গ্রামের সালিমা, রুবিনাদের। বস্তা পিছু পোড়া কয়লার জন্য মহাজন দাম দেয় চল্লিশ টাকা। বৃষ্টির জেরে পুজোর আগে শেষ মুহূর্তে কয়লার আঁচেই শুকোতে হচ্ছে প্রতিমা। তাই একটু বেশি রোজগারের আশায় সব কাজ ফেলে কয়লার সন্ধানে নেমেছেন পরিবারের সবাই। |
|