শেষ হইয়াও হইল না শেষ! সচিন তেন্ডুলকরের চব্বিশ ঘণ্টা আগে শেষ হওয়া টি-টোয়েন্টি ক্রিকেটজীবন সম্পর্কে হয়তো এটাই সঠিক ব্যাখ্যা।
কোটলায় রবিবার রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়ে সচিন তাঁর টি-টোয়েন্টি কেরিয়ার শেষ করেছেন। আর সোমবারই তিনি ইঙ্গিত দিলেন, পরের আইপিএলে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে দেখা যেতে পারে।
আপনাকে পরের আইপিএলে বাইশ গজে দেখা না যাক, মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে কি অন্য কোনও ভাবে দেখা যেতে পারে? সাংবাদিকদের এই প্রশ্নে খুব শীঘ্রই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দুশোতম টেস্ট খেলতে চলা সচিন তেন্ডুলকর প্রথমে বলেন, “এখনও পর্যন্ত এ ব্যাপারে আমি কিছু জানি না। আমরা সবে একটা টুর্নামেন্ট জিতেছি। আমি সেটা এখন উপভোগ করতে চাই।” তার পরেই তিনি আবার যোগ করেন, “পরের আইপিএলের ছ’মাস দেরি আছে। আমি নিশ্চিত তার মধ্যে কিছু একটা জানা যাবে। সত্যি বলতে কী, আমি পরের মরসুমের দিকে তাকিয়ে আছি। কারণ গত ছ’বছর ধরে আমি মুম্বই ইন্ডিয়ান্সের একটা অংশ হয়ে আছি। যে বিপুল অভিজ্ঞতাটা আমি সত্যিই অন্যদের সঙ্গে শেয়ার করতে চাই।” সচিনের এই তাৎপর্যপূর্ণ মন্তব্য সিএল টি-টোয়েন্টি সরকারি ওয়েবসাইটে পর্যন্ত রাখা হয়েছে। |
আইপিএল আর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি জোড়া জিততে পারাটা সচিন জানাচ্ছেন, তাঁর স্বপ্নকেই পূরণ করেছে। “অসাধারণ!” মন্তব্য সচিনের। “একই মরসুমে আইপিএল আর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জেতাটা স্পেশ্যাল ব্যাপার। এ বার আইপিএল যখন শুরু হয়েছিল আমরা ট্রফিটা ভীষণ ভাবে জিততে চেয়েছিলাম। তার পর থেকে আমাদের টিম দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আর শেষটা তো দুর্দান্ত হল!” চব্বিশ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটানো চল্লিশের সচিনের কথায়, “ক্রিকেটজীবনে আমার স্বপ্ন ছিল বিশ্বের এক নম্বর টেস্ট দলের সদস্য হওয়ার। স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতার। আইপিএল আর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার। সব স্বপ্ন এখন আমার পূর্ণ হয়েছে।”
জাস্টিন ল্যাঙ্গার এখনও সচিনের নেটে প্রাণপাত প্র্যাক্টিস দেখে যে বিস্ময় প্রকাশ আর প্রশংসা করেছেন সেই প্রসঙ্গে স্বয়ং সচিন বলেছেন, “যত দিন পর্যন্ত আমি ম্যাচে ব্যাট করে আনন্দ পাচ্ছি, তত দিন আমাকে তো তার জন্য কঠিন প্র্যাক্টিস করতেই হবে। তবে কোনও কোনও দিন এমনও হয় যে, নেট করতে ভাল লাগে না। সে দিনগুলোতে আমি নিজেকে আর জোর করি না।” সঙ্গে আরও বলেছেন, “আমি অনেক বছর খেলছি। এখন আমার বয়স চল্লিশ বছর। জানি সক্রিয় ক্রিকেটার হিসেবে আমার হাতে আর বেশি সময় নেই। যার জন্য ক্রিকেটের প্রতিটা মুহূর্তকে আমি এখন উপভোগ করতে চাই। আমার এখন ক্রিকেট স্টেটমেন্ট হল, খেলাটাকে যত পারো উপভোগ করো। আর তোমার স্বপ্নগুলোকে তাড়া করো। কারণ, স্বপ্ন সত্যি হয়।”
|
টি-টোয়েন্টি ক্রিকেটে সচিনের শেষ স্কোরিং শটটা আমার দেখা লিটল মাস্টারের অন্যতম সেরা শট।
ব্রায়ান লারা |
রাহুল ভাইকে সেলাম। ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছ, তার জন্য ধন্যবাদ। ভারতীয় ক্রিকেট তোমাকে ছাড়া গরিব হয়ে যাবে রাহুল ভাই।
গৌতম গম্ভীর |
রাহুল দ্রাবিড় এ রকম বুদ্ধি আর যে দুনিয়ায় ও থাকে, তার সম্পর্কে প্রখর জ্ঞান খুব কম ক্রিকেটারের মধ্যে দেখেছি।
সঞ্জয় মঞ্জরেকর |
|