তদন্ত রিপোর্ট তিন সপ্তাহে, নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় কল্পনা সিংহরায় নামে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগের তদন্ত রিপোর্ট তিন সপ্তাহে দিতে বলল রাজ্য মানবাধিকার কমিশন। এ ব্যাপারে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে নির্দেশ পাঠিয়েছে তারা। কমিশনে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, উপেন্দ্রনাথ মিত্র লেনের নির্মলেন্দু সিংহরায়ের সঙ্গে মনোজ যাদব ও বাপ্পা বর্মা নামে দুই প্রোমোটারের চুক্তি হয়। সেই অনুযায়ী, নির্মলেন্দুবাবুর জমিতে একটি বহুতল আবাসন হবে। সেখানে ফ্ল্যাট ও সঙ্গে টাকা পাবেন নির্মলেন্দুবাবু। অভিযোগ, আবাসন তৈরির পরে তিনি কিছু পাননি। প্রোমোটারদের সঙ্গে তাঁর বচসা হলে দুই প্রোমোটার নির্মলেন্দুবাবুর স্ত্রী কল্পনাদেবীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এর পরে দুই প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ করেন নির্মলেন্দুবাবু। কিন্তু পুলিশ কিছুই করেনি বলে তাঁর অভিযোগ। এর পরে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির সহায়তায় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্তের কাছে অভিযোগ করেন তিনি। তারই প্রেক্ষিতে কমিশনের এই নির্দেশ।
পুরনো খবর: মৃত্যু হল হাওড়ার অগ্নিদগ্ধ মহিলার
|
ফুরফুরায় মাদ্রাসার ভোটে হার তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • জাঙ্গিপাড়া |
জাঙ্গিপাড়ার ফুরফুরা হাইমাদ্রাসার পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে পরাজিত হল তৃণমূল। ৬টি আসনের প্রত্যেকটিতেই জয়ী হয়েছেন সিপিএম প্রার্থীরা। আগের বার পরিচালন কমিটির ক্ষমতা তৃণমূলের হাতেই ছিল। গত পঞ্চায়েত ভোটে ফুরফুরা পঞ্চায়েতে তৃণমূল হেরে যায়। সে কারণে এই মাদ্রাসার নির্বাচনে জিততে যথেষ্ঠ গা ঘামান তৃণমূলের নেতারা। সিপিএমের জাঙ্গিপাড়া পূর্ব লোকাল কমিটির সম্পাদক পবিত্র সিংহরায় বলেন, “ফুরফুরার সংখ্যালঘু মানুষ তৃণমূলের দিক থেকে মুখ ফেরাচ্ছেন। তাই ওরা সন্ত্রাস করেও জিততে পারল না।” তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায় সন্ত্রাসের অভিযোগ মানেননি। তিনি বলেন, “এখানকার সংখ্যালঘুদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, তাঁরা তা জানেন। ওরা একটা মাদ্রাসায় জিতেই হইহই করছে।” অন্য দিকে, পাণ্ডুয়ার দু’টি স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। এখানকার রামেশ্বরপুর শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয় এবং বিলসড়া উচ্চ বিদ্যালয়ে রবিবার ভোট হয়। দু’টি স্কুলেই বামফ্রন্টকে ৬-০ ফলে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত সমস্ত প্রার্থীরাই।
|
যাত্রী-স্বাচ্ছন্দ্যে ছাউনি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে এ বার জি টি রোডে বাস ছাউনি তৈরিতে উদ্যোগী হল হাওড়া সিটি পুলিশ। সোমবার জায়সবাল হাসপাতালের সামনে এমনই একটি ছাউনির উদ্বোধন করেন হাওড়ার কমিশনার অজেয় রাণাডে। পুলিশ জানায়, জি টি রোডে বাস স্টপগুলিতে ছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে ভোগান্তি হত যাত্রীদের। তাই দক্ষিণ হাওড়ার পরে এ বার উত্তর হাওড়ার দু’নম্বর জাতীয় সড়কের বালি হল্ট, বাঁধাঘাট, সালকিয়াতেও এমন ছাউনি তৈরি করা হবে। সেখানে থাকছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। এ ছাড়াও ওই বাস ছাউনিতে স্থানীয় থানার ফোন নম্বর, ১০০ ডায়াল, অ্যাম্বুল্যান্স ও হাওড়া সিটি পুলিশের কন্ট্রোল রুমের নম্বর দেওয়া থাকছে। |