টুকরো খবর
জৌলুস কমিয়ে
পাশের পাড়ায় দিন কয়েক আগেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছ’বছরের শিশু শুভম শর্মার। তাই এ বছর পুজোর উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমক অনেকটাই কমিয়ে ফেলল লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ক্লাবের প্রধান পষ্ঠপোষক ও এলাকার বিধায়ক সুজিত বসু বলেন, “উদ্বোধনের দিন মুম্বই থেকে শিল্পীদের আসার কথা ছিল। তাদের অনুষ্ঠান বাতিল করেছি। এক মর্মান্তিক দুর্ঘটনায় পাড়ারই এক শিশু মারা গিয়েছে। আমরা কী ভাবে আনন্দ করতে পারি?” সুজিতবাবু জানান, ওই শিশুর পরিবারকে বিধায়কের তহবিল থেকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। গত শনিবার ক্যানাল স্ট্রিটে নিজের বাড়ির গ্যারাজে গাড়ি রাখতে গিয়ে শ্রেয়া সর্বাধিকারী নামে এক মহিলা নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে শুভমকে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মারা যায় শুভম। শ্রেয়াকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ।

পুরনো খবর:
পুজোর গাইড ম্যাপ
শারদোত্‌সবের গাইড ম্যাপ প্রকাশ করল সল্টলেক পুলিশ কমিশনারেট। সোমবার কমিশনারেটের অফিসে এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক সুজিত বসু, সব্যসাচী দত্ত, স্থানীয় পুর-চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী, খেলোয়াড় ব্যারেটো, শিল্পী রজতাভ দত্ত, স্বাগতালক্ষী দাশগুপ্ত-সহ উচ্চপদস্থ পুলিশকর্তারা। উত্‌সবের দিনে ওয়াচটাওয়ার, সিসিটিভি, ফ্লাইং স্কোয়াড, মোবাইল পেট্রলিং, জনবহুল পুজোগুলিতে বিশেষ পুলিশ ক্যাম্প, অ্যাম্বুল্যান্স-সহ একাধিক পরিকল্পনার কথা জানানো হয় এ দিন। এ ছাড়া, কমিশনারেটের ৯টি থানা এলাকায় বিশেষ নিরাপত্তা, নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে।

পুরসভার উদ্যোগ
তপসিয়ায় হিন্দু সমাধিক্ষেত্রের ভিতরে বিশ্রামালয় তৈরি করছে পুরসভা। সোমবার তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছিলেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও পুলিশ কমিশনার সুরজিত্‌ করপুরকায়স্থ। পুর সূত্রের খবর, ওই সমাধিক্ষেত্রে আসা মানুষের সুবিধার্থে বিশ্রামালয় তৈরির দাবি ছিল বহু দিন। মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন পাঠানো হয়। তার ভিত্তিতেই ওই বিশ্রামালয় গড়া হচ্ছে বলে এক আধিকারিক জানান। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে পুরসভার ইঞ্জিনিয়ার দফতর সূত্রে খবর।

ক্ষতিগ্রস্তদের চেক
সারদা কাণ্ডে রাজারহাটের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের চেক দিল রাজ্য সরকার। সোমবার রাজারহাটের বিষ্ণুপুরে বিডিও অফিসে ৫৫জন ক্ষতিগ্রস্ত গ্রাহককে চেক দেওয়া হয়। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত, বিডিও অমলেন্দু সমাদ্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর প্রমুখ। অনুষ্ঠানে প্রবীরবাবু বলেন, “রাজারহাট থানা এলাকার ৫৫ জনকে তাদের সারদায় লগ্নি করা টাকা চেক মারফত ফেরত দেওয়া হয়। পুজোর পরে রাজারহাটের আরও কয়েকজন গ্রাহককে চেক দেওয়া হবে।”

ইঞ্জিনে ধোঁয়া, আতঙ্ক বিমানে
বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়াল। সোমবার সকালে, কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে খবর, ১০০ জন যাত্রী নিয়ে স্পাইসজেটের ওই বিমানটির যাওয়ার কথা ছিল বেঙ্গালুরু। কিন্তু বিমান রানওয়ের দিকে গড়াতে শুরু করার পরেই এক অফিসার ইঞ্জিন থেকে ধোঁয়া দেখে খবর পাঠান এটিসি-কে। তার মারফত খবর পেয়ে পাইলট বিমানের মুখ ঘুরিয়ে ফিরে আসেন। যাত্রীদের নামিয়ে আনা হয়। বিমানটি পরীক্ষা করে বড় কোনও সমস্যা পাননি ইঞ্জিনিয়ারেরা। পরে অন্য যাত্রীদের নিয়ে সেটি উড়ে যায় চেন্নাই। বেঙ্গালুরুগামী যাত্রীদের তার আগেই অন্য বিমানে পাঠিয়ে দেওয়া হয়।

দুর্ঘটনায় মৃত ১
বিদ্যাসাগর সেতুর অ্যাপ্রোচ রোডে মোটরবাইকের চাকা পিছলে মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতের ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গী। পুলিশ জানায়, মৃতের নাম গুল্লু ওরফে আনন্দ সাউ। বাড়ি একবালপুরে। পুলিশ জানায়, মোটরবাইকটি চালাচ্ছিলেন রাজকুমার রাই নামে এক যুবক। তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ওই রাতেই খিদিরপুর রোডে লরিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে মৃত্যু হয় মোটরবাইক-আরোহী এক যুবকের। সোমবার রাত পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।

ব্যবসায়ীর অপমৃত্যু
এক মাছ বিক্রেতার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার, মানিকতলা থানার মুরারিপুকুরে। মৃতের নাম বাবু দাস (৩৭)। পুলিশ জানায়, এ দিন বাড়ির লোক দীর্ঘক্ষণ বাবুর সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। তাঁরা এসে দরজা ভেঙে বাবুর ঝুলন্ত দেহ দেখেন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.