ভাস্করজ্যোতি মজুমদার • সাঁইথিয়া |
কোথাও ফুটে উঠেছে প্রাচীন সভ্যতা, সংস্কৃতি। মন্দিরের বৈশিষ্ট্য তো আছেই। কোথাও আবার গাছ-গাছালির উপকারিতা, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে মানুষকে সচেতন করার প্রয়াস। এ ভাবেই ‘থিম’ পুজোর স্রোতে গা ভাসিয়েছে বাণিজ্য শহর সাঁইথিয়া। সেই সঙ্গে রয়েছে প্রাচীন পুজো। যেখানে আজও সাবেক রীতিতে পুজো হয়।
সাঁইথিয়া শহরের মধ্যে রয়েছে সতীপীঠ নন্দীকেশ্বরী মন্দির। মন্দির জুড়ে রয়েছে প্রাচীন বিশাল বটবৃক্ষ। এ বার এই মন্দিরকেই তুলে ধরেছে ৪৬ বছরে পড়া অগ্রণী সমাজ ক্লাব। অবশ্যই মণ্ডপ জুড়ে থাকছে অসংখ্য ঝুড়ি নামা প্রাচীন বটবৃক্ষ। এই শহরের আর একটি পুজো কমিটি পূর্ব নেতাজি পল্লির জয়তু সুভাষ গোষ্ঠীর থিম নবপত্রিকা। এদের পুজো ২৬ বছরে পড়ল। প্রবেশ পথ বিশাল কুলো দিয়ে তৈরি। ক্লাবের সম্পাদক দেবাশিস সাহার কথায়, “মাঙ্গলিক কাজে ব্যবহৃত হয় কুলো। তাই মণ্ডপের প্রবেশ পথ কুলো দিয়ে তৈরি করা হয়েছে। নব পত্রিকার আর এক নাম কলাবউ। তাই কলা গাছের শুকনো ছাল দিয়ে প্রতিমার শাড়ি থেকে অলঙ্কার এবং পিছনের চালিতে থাকছে কলা গাছের পাতা, ছাল ও কলা দিয়ে তৈরি নানান কারুকার্য। আর প্রবেশ পথ থেকে মণ্ডপ পর্যন্ত পথের দু’ধারে থাকছে পট চিত্র। বাঁশ দিয়ে তৈরি নানান শিল্পকলা।”
একাধিক বার শেরার শিরোপা পাওয়া সাঁইথিয়া ৫ নম্বর ওয়ার্ডের ময়ূরাক্ষ্মী সরণীতে অবস্থিত অরুণোদয় ক্লাবের পুজোর থিম বিশ্ব উষ্ণায়ন। ২৪ বছরে পা দেওয়া এই ক্লাবের মণ্ডপের উপরের অংশে আলো ও শব্দ দিয়ে দেখানো হবে বিশ্ব ব্রহ্মাণ্ডকে। আর প্রবেশ পথের দু’পাশে থাকছে সমুদ্রস্ফীতি। এ সব দেখতে দেখতে সমগ্র পৃথিবীকে জলে তলিয়ে যেতে দেখা যাবে। দেবী দুর্গা চন্দ্রের উপর বিরাজ করছেন। এ কথায়, পৃথিবী ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তাই তুলে ধরে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে।
এই থিম পুজোর পাশাপাশি প্রচীন ঐতিহ্য মেনে দীর্ঘদিন থেকে রাজবাড়ির আদলে তৈরি মণ্ডপের এ বারও হেরফের হচ্ছে না নন্দীকেশ্বরী মন্দির লাগোয়া মেঘদূত ক্লাবের পুজোর। ক্লাব সম্পাদক কিষান অগ্রবাল বলেন, “আমাদের এখানে এত লোকের সমাগম হয় যে, নিরাপত্তার কথা ভেবেই এ ভাবে মণ্ডপ করতে হয়।” আগের মতো অগ্নিফৌজের এ বারও থাকছে কাল্পলিক মন্দির। দেবী মূর্তির উচ্চতা ১৮ ফুট। পুজোর কটা দিন মণ্ডপ চত্বর মেলার আকার নেয় বলে জানালেন সম্পাদক সৌরভ সাহা। ক্লাব পুজো ছাড়াও ছত্রিপাড়ার রায়বাড়ির তিন শতাধিক প্রাচীন পুজো বা একই পাড়ার সমসাময়িক সিংহ বাড়ি বা রথতলা পাড়া ঠাকরুণ বাড়িতে আজও সাবেক রীতি মেনেই পুজো হয়ে আসছে। রায়বাড়ির শরিক করালি সিংহ বলেন, “বর্তমানে থিম পুজোর ছড়াছড়ি হলেও সাবেকিআনায় ছেদ পড়েনি।”
এ বার তাই, থিম ও সাবেকী পুজোর মেলবন্ধনে মেতেছে বাণিজ্য শহর সাঁইথিয়া। |