টুকরো খবর
মন্দির থেকে চুরি গয়না-নগদ
মন্দিরে হানা দিয়ে মূর্তির গা থেকে সোনার গয়না, ও নগদ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে বর্ধমানের মির্জাপুরের জয়দুর্গা মন্দিরের ঘটনা। ওই পুজো কমিটির সম্পাদক কার্তিকচন্দ্র পাঁজা বর্ধমান থানায় দায়ের করা অভিযোগে জানান, সোমবার সকালে পুরোহিতের কাছ থেকে তিনি জানতে পারেন মন্দিরের জানাল ভাঙা, দেবীর মূর্তি মাটিতে পড়ে রয়েছে। প্রতিমার অর্ধচন্দ্র, টিকলি, নথ, টিপ ইত্যাদি অলঙ্কারও নেই। যার মূল্য লক্ষাধিক টাকা। মন্দিরের সিন্দুক ভেঙেও বেশ কয়েক হাজার টাকা চুরি গিয়েছে। আলমারি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে কয়েকটি কাপড়ও। বর্ধমান থানা সূত্রে জানা গিয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে দুষ্কৃতীদের হদিশ মেলেনি।

স্কুল ভোটে জয়ী তৃণমূল
স্কুল পরিচালন সমিতির ভোটে সব আসনেই জয়ী হল তৃণমূল। রবিবার পূর্বস্থলী ২ ব্লকের বেলেরহাট বৈদ্যনাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচন ছিল। তৃণমূল ছাড়াও সিপিএম ও বিজেপি মনোনয়ন দেয়। পূর্বস্থলী উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, “শুধু এই স্কুলেই নয়, পাটুলি, ঝাউডাঙা, কাষ্ঠশালী, হলদিপাড়ার স্কুলেও আমরা জিতেছি।”

ধর্ষণে ধৃতের ডাক্তারি পরীক্ষা
বধূকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত শ্বশুর হরগোবিন্দ বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষা হল সোমবার। রবিবার পূর্বস্থলী ২ ব্লকের স্বরডাঙা গ্রামে ঘটনাটি ঘটেছিল। এ দিন কালনা মহকুমা হাসপাতালে তার পরীক্ষা করানো হয়। মঙ্গলবার তাকে ফের আদালতে তোলা হবে। মহকুমা পুলিশের এক কর্তা জানান, বর্ধমান মেডিক্যালে ওই বধূর ময়নাতদন্ত হয়েছে।

আইসন ধুমকেতু নিয়ে কর্মশালা
আইসন ধুমকেতু। —ফাইল চিত্র।
জ্যোতির্বিদ্যা ও আইসন ধুমকেতু নিয়ে একটি রাজ্য ভিত্তিক কর্মশালা হয়ে গেল কালনা শহরে। শনি ও রবিবার বৈদ্যপুর মোড়ের মালঞ্চ প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালনা শাখার উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আইসন ধুমকেতু কী, কবে দেখা যায়, কখন তার অবস্থান উজ্জ্বল হয় ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। কর্মশালায় হাজির ছিলেন দক্ষিণবঙ্গের দশটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। সংগঠনের রাজ্য সম্পাদক সত্যজিৎ চক্রবর্তী বলেন, “নভেম্বর মাসের মাঝামাঝি থেকে আকাশে আইসন ধুমকেতু দেখা যায়। ২৮ নভেম্বর ধুমকেতুটিকে উজ্জ্বল ভাবে দেখা যাবে।” কখন ও কীভাবে দেখতে হবে তাও জানানো হয়। এর আগে উত্তরবঙ্গের রায়গঞ্জে ওই সংগঠনের উদ্যোগে আরও একটি রাজ্যভিত্তিক কর্মাশালা হয়েছে। সত্যজিৎবাবু জানান, এরপরে জেলা ভিত্তিক কর্মশালা হবে। যাঁরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন তাঁরাই প্রশিক্ষণ দেবেন। কর্মশালা উদ্বোধনের দিনে ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পুরসভার প্রাক্তন পুরপ্রধান গৌরাঙ্গ গোস্বামী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.