গাড়ির গতি নিয়ন্ত্রণে অবরোধ |
পথ দুর্ঘটনায় মৃত তিন জন
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
বাসের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন গাড়ির যাত্রীর। জখম হয়েছেন ছোট গাড়ির চালক সহ ১৫ জন যাত্রী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার ফতেপুর চামারকালী মোড় এলাকার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে। পুলিশ জানায়, মৃতদের নাম নাবি রসুল (১৮), মুসলিম মিয়াঁ (৫৫) ও গুণেন্দু দত্তরায় (৪৫)। পেশায় লেপতোশক কারিগর নাবিবাবু ও মুসলিমের বাড়ি বিহারের ছাপড়া জেলার বানিয়াপুর ও শ্যামপুর এলাকায়। বেসরকারি একটি নিরাপত্তা সংস্থার কর্মী গুণেন্দুবাবুর বাড়ি রায়গঞ্জ থানার উদয়পুরে। গাড়িটি সংবাদপত্র সরবরাহের কাজ করত। দুর্ঘটনার পর পুলিশ ও বাসিন্দারা তিন মহিলা-সহ আহতদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বাস যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। রাজীব হোসেন নামে ছোট গাড়ির চালককে আশঙ্কা জনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ওই রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে লোহার বেরিকেড ও হাম্প তৈরির দাবিতে বাসিন্দারা প্রায় একঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্তবাবু বন্দ্যোপাধ্যায় বলেন, “দুটি গাড়িই খুবই দ্রুত গতিতে চলছিল। মুখোমুখি সংঘর্ষ হয়েছে।” |
|
নয়ানজুলিতে। রবিবার ছবিটি তুলেছেন তরুণ দেবনাথ। |
সংবাদপত্র সরবরাহকারী ছোট গাড়িটি শিলিগুড়ি থেকে সংবাদপত্র নিয়ে বালুরঘাট যাচ্ছিল। বাস বালুরঘাট থেকে শিলিগুড়ি যাচ্ছিল। নাবি ও মুসলিম ডালখোলা থেকে গাড়িতে উঠেছিলেন। তাঁদের দক্ষিণ দিনাজপুরের কুশুমন্ডি যাওয়ার কথা। গুণেন্দুবাবু রায়গঞ্জ থেকে ওই গাড়িতে ওঠেন। তিনি দক্ষিণ দিনাজপুরের কুমারগ্রামে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলেই গাড়ির ওই তিন যাত্রীর মৃত্যু হয়। সর্ংঘষের জেরে দুটি গাড়িই রাস্তার ধারে নয়ানজুলিতে নেমে যায়। বাসের যাত্রীরা আতঙ্কে চিৎকার ও কান্নাকাটি শুরু করে দেন। আইসি শ্রীমন্তবাবু জানিয়েছেন, বাসটিতে ৫০ জনের উপরে যাত্রী ছিলেন। সংবাদপত্র সরবরাহকারী ছোট গাড়িটিতে আরও কোনও যাত্রী ছিলেন কি না তা দেখা হচ্ছে। পুলিশ দুটি গাড়িকেই বাজেয়াপ্ত করেছে। মৃতেরে ময়না তদন্ত করার জন্য তঁদের দেহগুলি রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। |
|