হোর্ডিংয়ে হারাচ্ছে হাসপাতাল
নিষেধ উপেক্ষা করে শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে হোর্ডিংয়ের পরিকাঠামো বসিয়ে ভাড়া দিয়ে ব্যবসা শুরু করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। দুটি ছোট বাগান রক্ষণাবেক্ষণের বিনিময়ে শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে হোর্ডিংয়ের পরিকাঠামো বসানো বা তা ভাড়া খাটাতে ওই সংস্থাকে সুযোগ করে দেওয়া নিয়ে অভিযোগ উঠেছিল। এর পরেই ওই কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে আলোচনা করেই তা চূড়ান্ত করা নির্দেশ দেন রাজ্যের স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। কিন্তু তা না মেনে ওই সংস্থা পি এস এন্টারপ্রাইজ বিভিন্ন কোম্পানির হোর্ডিং লাগিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে বলে এ বার অভিযোগ উঠেছে।
হোর্ডিংয়ে ঢেকে গিয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক।
হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সঞ্জীব মজুমদার বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। প্রাথমিক ভাবে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। আগামী সপ্তাহেই তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে। তার আগে ওই সংস্থাকে হোর্ডিংয়ের পরিকাঠামো ভাড়া দেওয়ার কাজ স্থগিত রাখতে বলা হয়েছিল।” কিন্তু তা না মেনে ওই সংস্থা বিভিন্ন কোম্পানিগুলিকে মোটা টাকার বিনিময়ে বিজ্ঞান দিতে ওই পরিকাঠামো ভাড়া দিচ্ছে চা জানেন না সঞ্জীববাবুও। তিনি জানান, সে পরিকাঠামো ওরা বসিয়েছিল তাতে ডেঙ্গি পরিস্থিতিতে সেখানে ওই রোগের ব্যাপারে বাসিন্দাদের সচেতন করতে বিজ্ঞাপন লাগানো ছিল। তাদের বলা হয়েছিল আলোচনাকরে চূড়ান্ত না জানানো পর্যন্ত অন্য কোনও কোম্পানির হোর্ডিং না লাগাতে। কিন্তু ডেঙ্গির বিজ্ঞাপন সরিয়ে ফেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ। পিএস এন্টারপ্রাইজের কর্ণধার প্রদীপ্ত সরকার এ ব্যাপারে কথা বলতে চাননি। তিনি শুধু বলেন, “পরে কথা বলব।”
ছোট দুটি বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে এ ভাবে হোর্ডিংয়ের পরিকাঠামো বসাতে দেওয়া এবং তা ভাড়া খাটিয়ে বেসরকারি সংস্থাকে ব্যবসার সুযোগ করে দেওয়া নিয়ে হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছিল দুটি ছোট বাগান দেখভালের জন্য উৎসাহী কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু হাসপাতাল চত্বরে ওই সংস্থাকে হোর্ডিংয়ের পরিকাঠামো বসানো এবং ভাড়া খাটানোর সুযোগ দেওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি। অথচ দুটি ছোট বাগান দেখভালের বিনিময়ে ওই সংস্থাকে বিজ্ঞাপন ভাড়া দেওয়ার পরিকাঠামো বসাতে সরকারি হাসপাতালে এ ভাবে জায়গা দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। তা ছাড়া ওই সংস্থার বিরুদ্ধে আগেও শহরের বিভিন্ন জায়গায় বিধিভিঙে হোর্ডিং বসানোর চেষ্টার অভিযোগও উঠেছিল। সরকারি হাসপাতালে এ ভাবে ব্যবসার সুযোগ করে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যও। দুটি ছোট বাগান হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই দেখভাল করতে পারে বলে তিনি দাবি করেছিলেন। রাজ্যের স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য ওই কাজ স্থগিত রাখার নির্দেশ দেন। হাসপাতাল কর্তৃপক্ষকে রুদ্রবাবু জানিয়েছিলেন, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে বিষয়টি জানিয়ে তা আলোচনা করতে। হাসপাতাল চত্বরে বেসরকারি সংস্থাকে হোর্ডিংয়ের ওই পরিকাঠামো বসানোর এবং তা ভাড়া খাটিয়ে রোজগারের সুযোগ করে দেওয়া হবে কি না গৌতমবাবুর সঙ্গে আলোচনা করেই তা চূড়ান্ত করতে পরামর্শ দেন। সেই মতো যে সংস্থা হাসপাতালের ভিতরে ছোট দুটি বাগান পরিচর্যার বিনিময়ে ওই সুয়োগ চেয়েছিল তাদের বিষয়টি জানিয়ে ওই কাজ স্থগিত রাখতে বলা হয়। কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোর আগেই কী ভাবে ওই সংস্থা হোর্ডিং ভাড়া দিতে শুরু করেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। রুদ্রবাবু বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নিতে বলেছিলাম। আশা করি হাসপাতাল কর্তৃপক্ষ শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.