|
|
|
|
শিলিগুড়িতে আজ থেকে চালু চতুর্থ মহানন্দা সেতু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে আজ, সোমবার উদ্বোধন হতে চলেছে চতুর্থ মহানন্দা সেতুর। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে সেতুটি তৈরি করা হয়েছে। বাম জমানায় প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এসজেডিএ’র চেয়ারম্যান থাকার সময় সেতুর নির্মাণ শুরু হয়। তবে ওই কাজ তাঁরা সম্পূর্ণ করতে পারেননি। সেতু সংযোগকারী রাস্তার জায়গা যথাযথ না থাকায় সমস্যা তৈরি হয়। সরকার পরিবর্তনের পর বর্তমান এসজেডিএ কর্তৃপক্ষ এই কাজ সম্পূর্ণ করল। এসজেডিএ’র চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উদ্যোগে দ্রুততার সঙ্গে কাজ শেষ করে সেতু চালু করা হচ্ছে। |
|
—নিজস্ব চিত্র। |
স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এসজেডিএ’র তরফে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে রাস্তার জায়গার ব্যবস্থা করেন গৌতমবাবু। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “এই সেতু শহরবাসীকে পুজোর উপহার। শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এই সেতু সহায়ক হবে।” এই সেতু পথে ঝঙ্কার মোড় থেকে মাটিগাড়ায় বাজার, খাপরাইল মোড়ে যাতায়াত সহজ হবে। সুবিধা হবে বাগডোগরা বিমানবন্দরে যাতায়াতেও। মহানন্দার পূর্বদিকে ৪ নম্বর এবং পশ্চিমপাড়ে ১ নম্বর ওয়ার্ডের মধ্যে সংযোগ গড়ে তুলেছে সেতুটি। এমনকী শহরের যানজট এড়িয়ে মাটিগাড়া থেকে সহজেই বর্ধমান রোড হয়ে ৩১ ডি জাতীয় সড়কে যাতায়াত করবে বাইরের গাড়ি। সেতুর অভাবে এত দিন নদীতে জল কম থাকলে বাঁশের সাঁকো বানানো হত। ২ টাকা দিয়ে বাসিন্দারা যাতায়াত করতেন। বর্ষায় নৌকাই ছিল ভরসা। এলাকার বাসিন্দা স্বপন রায় বলেন, “আগে আমাদের মাটিগাড়া যেতে হলে অনেকটা পথ ঘুরতে হত। সেই সমস্যা মিটল।”
অশোকবাবু বলেন, “আমাদের সময়েই সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল। আমাদের করা কাজের উদ্বোধন করছেন বর্তমান কর্তৃপক্ষ।” সেতুর শিল্যনাসের ফলক সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অশোকবাবু বলেন, “আমরা কাজ করেছি সেটা মানতে চান না বর্তমান সরকার। তাই আমাদের সব চিহ্ন মুছে দেওয়া হয়েছে।” |
|
|
|
|
|