|
|
|
|
কার্শিয়াঙে বৃষ্টির মধ্যেও মুকুলের সভায় প্রচুর ভিড়
সংগ্রাম সিংহ রায় • কার্শিয়াং
রেজা প্রধান • দার্জিলিং |
তুমুল বৃষ্টির মধ্যেও দার্জিলিং পাহাড়ে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। রবিবার বেলা ১২টা নাগাদ কার্শিয়াঙের মোটর স্ট্যান্ডে তাঁর সভায় বৃষ্টি উপেক্ষা করেই ভিড় উপচে পড়ে। গোর্খা জনমুক্তি মোর্চার খাস এলাকায় সভা করে মুকুলবাবু জানান, তিনি পাহাড়ে কোনও রাজনৈতিক সংঘাতের সূচনা করতে আসেননি। তিনি বলেন, “সকলে মিলেমিশে চললেই পাহাড়ের উন্নয়ন হবে। গোটা বাংলা এগোবে।”
এই সভায় জিএনএলএফ এবং মোর্চা ছেড়ে অন্তত ১ হাজার কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। মুকুলবাবু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে পাহাড়ের উন্নয়ন করছেন, তা দেখে পাহাড়ের মানুষ খুশি। সে জন্য তৃণমূলে সামিল হওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি।” |
|
কার্শিয়াঙের সভায় মুকুল রায় ও গৌতম দেব। রবিবার। |
যদিও মোর্চার দাবি, তাদের দলের থেকে কোনও নেতা-কর্মী তৃণমূলে যোগ দেননি। কিন্তু পাহাড়ের মাটিতেই তৃণমূল যে তাঁদের উপরে রাজনৈতিক ভাবেও চাপ বাড়িয়েছে, তা মোর্চার প্রথম সারির নেতাদের অনেকেই স্বীকার করেছেন। মোর্চার অন্দরের খবর, কার্শিয়াঙে তৃণমূলের সভায় কেমন ভিড় হয়েছে, সেই খবর নেওয়ার পরে তড়িঘড়ি দলীয় কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন মোর্চা নেতৃত্ব। তাঁরা জানান, আজ, সোমবার কার্শিয়াঙেই দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জনসভা করবেন মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। তৃণমূলের সভায় ভিড় দেখেই কি প্রতিষ্ঠা দিবসের সমাবেশ কার্শিয়াঙে হচ্ছে? মোর্চার সহকারী সম্পাদক জ্যোতিকুমার রাই বলেন, “আমাদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি অনেক আগেই নেওয়া। এ বার তা হবে কার্শিয়াঙের মোটর স্ট্যান্ডে। তৃণমূলের পাল্টা সভা হিসেবে এটাকে ভাবার কোনও কারণ নেই। তা ছাড়া, আমাদের কেউ তৃণমূলে যোগ দেননি।” জ্যোতিকুমারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী, পুলিশকে হাতিয়ার করে তৃণমূল পাহাড়ে ‘ভয় দেখিয়ে’ দল ভারী করার চেষ্টা করছে। তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। |
|
কার্শিয়াঙে তৃণমূলের মিছিল। |
বেলা বারোটাতেই বৃষ্টি মাথায় নিয়েই সভাস্থলে প্রায় হাজার খানেক লোকের ভিড় দেখে তৃণমূল নেতৃত্ব এ দিন দৃশ্যতই খুশি ছিলেন। পরে আরও বহু লোক জমা হন। সওয়া বারোটা নাগাদ কার্শিয়াং ট্যুরিস্ট লজ থেকে প্রায় তিনশো তৃণমূল সমর্থক মিছিল করে সভাস্থলে পৌঁছন। সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূলের মহাসচিব কৃষ্ণ পাল সহ জেলার প্রথম সারির নেতারা।
এ দিন নকশালবাড়িতেও আর একটি সভায় যোগ দেন মুকুলবাবু। সেখানে প্রায় তিন হাজার সমর্থক কংগ্রেস, সিপিএম ও আদিবাসী বিকাশ পরিষদ থেকে তাঁদের দলে যোগ দিয়েছেন বলে তৃণমূল নেতৃত্বের দাবি।
|
—নিজস্ব চিত্র। |
|
|
|
|
|