পুজোর সময়ে আইনশৃঙ্খলা মেনে চলার আর্জি জানাল বাঁকুড়া জেলা পুলিশ। শনিবার বেলিয়াতোড় থানা চত্বরে একটি অনুষ্ঠানে পুলিশের তরফে বাসিন্দাদের এই বার্তা দেওয়া হয়। ছিলেন ডিএসপি (আইন ও শৃঙ্খলা) কৃশানু রায়, বড়জোড়ার বিডিও ইস্তেয়াক আহমেদ খান, বেলিয়াতোড়ের ওসি শ্যামাপদ মাশান্ত প্রমুখ। এ দিকে পুলিশের উদ্যোগে দু’দিনের নকআউট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল ইন্দাসে। শুক্রবার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় কোতুলপুরের লাউগ্রাম একাদশ। তারা ইন্দাসের রোল একাদশকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে। ছিলেন ইন্দাস থানার ওসি পথিকৃত চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টজন। ইন্দাস হাইস্কুল মাঠে খেলাগুলি হয়।
|
মানভূম ক্রীড়া সংস্থা পরিচালিত ‘এ’ ডিভিশন ফুটবল লিগ চ্যাম্পিয়ন হল নডিহা জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন। রানার্স হয়েছে মাগুড়িয়া বস্তি টাইগার ক্লাব। আয়োজক সংস্থা জানিয়েছে, মোট ন’টি ক্লাব লিগে যোগ দিয়েছিল। গত জুলাইয়ে খেলা শুরু হয়েছিল। অন্য দিকে, রঘুনাথপুর স্টেডিয়ামে গত ৩ অক্টোবর থেকে রঘুনাথপুর তফসিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শুরু হয়েছে ‘দ্বিতীয় বর্ষ ডঃ বি আর অম্বেডকর স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ঝাড়খণ্ড ও বাংলার মোট ৮টি দল যোগ দিয়েছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র শান্তনু বাউরি।
|
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে বাঁকুড়া জেলায় ১৫০টি বিবেকানন্দ ‘স্টাডি সার্কেল’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রম। শনিবার বড়জোড়ার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সঙ্ঘের মন্দিরে একটি স্টাডি সার্কেলের উদ্বোধন করলেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী নিরন্তরানন্দ।
|
তৃণমূল প্রভাবিত কলেজ শিক্ষকদের সংগঠন ওয়েবকুপা-র বাঁকুড়া জেলা সম্মেলন হল রবিবার বাঁকুড়া জেলা পরিষদের সভাগৃহ চত্বরে। উপস্থিত ছিলেন রাজ্য উচ্চশিক্ষা দফতরের পরিষদীয় সচিব আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী প্রমুখ। |