নকল সোনা বিক্রি করতে গিয়ে ধরা পড়ল এক মহিলা-সহ তিনজন। রবিবার সকালে বর্ধমান স্টেশন সংলগ্ন ওভার ব্রিজের কাছের একটি লোহা কেনাবেচার দোকান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম নারায়ন কুমার, রাজু কুমার ও দানি কুমার বলে পুলিশ জানিয়েছে। সর্ম্পকে তাঁরা ভাই-বোন। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজন গুজরাটের হিম্মত নগরের বাসিন্দা। তাঁরা মেমারির একটি নির্মান সংস্থায় কাজ করেন। স্থানীয় রেলপাড়ের এক পুরনো কাগজ ও লোহা কেনাবেচার দোকানের মালিক তৌফিক আহমেদের সঙ্গে সোনা কেনাবেচার ব্যাপারে তাঁদের কথা চলছিল। সকালে ওই তিনজন সোনার গয়না নিয়ে তৌফিকের কাছে আসেন। হারটি নকল বলে সন্দেহ হওয়ায় তিনি তাঁদের আটকে পুলিশে খবর দেন। পুলিশ তাঁদের ধরে গয়নাগুলি নিয়ে দেখে সেগুলি জাল। এরপরই ওই তাদের ধরা হয়।
|
বৃদ্ধ দম্পতিকে ভোজালি দেখিয়ে গয়না ও নগদ টাকা লুঠের অভিযোগ উঠল বর্ধমানে। শনিবার গভীর রাতে বর্ধমানের কালনা গেটের কাছে কেশবলাল ঘোষদস্তিদারের বাড়িতে ঘটনাটি ঘটে। তাঁর অভিযোগ, তিন দুষ্কৃতী বাইরে থেকে খিল খুলে বাড়িতে ঢুকে ভোজালি দেখিয়ে ১৪ হাজার টাকা ও দুটি সোনার চেন নিয়ে পালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিঃসন্তান কেশবলালবাবু ও তাঁর স্ত্রী ছাড়া বাড়িতে কেউ ছিলেন না। পুলিশের সন্দেহ কেশবলালবাবুর এক আত্মীয়ের প্রতি। কারণ সম্পত্তির ভাগাভাগি নিয়ে তাঁর সঙ্গে ওই আত্মীয়ের গোলমাল চলছিল। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। |