ঢিলে ভাঙল বাসের কাচ, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
বাসে ঢিল ছোড়াকে কেন্দ্র করে রবিবার বিশৃঙ্খলার সৃষ্টি হল পাণ্ডবেশ্বরের গাইঘাটা মোড়ে। অভিযোগ, এক যুবকের ছোড়া ঢিলে ভেঙে যায় বাসের কাচ। দুই যাত্রী সামান্য চোটও পান। এর প্রতিবাদে বাস যাত্রীরা রাস্তায় বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ এসে ওই ব্যক্তিকে ধরার আশ্বাস দিলে অবরোধ ওঠে। |
ছড়িয়ে পড়ে ভাঙা কাচ।—নিজস্ব চিত্র। |
পুলিশ জানিয়েছে, কোনও লিখিত অভিযোগ হয়নি। বাস যাত্রী সাধন দাস জানান, ২ অক্টোবর তাঁরা কেন্দ্রা গ্রাম থেকে ৫২ জন বাসে গয়া গিয়েছিলেন। রবিবার ফেরার সময় গাইঘাটা মোড়ের কাছে এক যুবক বাস লক্ষ্য করে ঢিল ছোড়ে।
|
জামুড়িয়ায় ধস
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তৈরি হয়েছে গর্ত।—নিজস্ব চিত্র। |
জামুড়িয়ার পরাশিয়া গড়াই পাড়ায় ১৫ ফুট ব্যাসার্ধ এলাকা জুড়ে ১০ ফুটের মতো গভীর গর্ত তৈরি হয়েছে। রবিবার ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। ইসিএল কর্তৃপক্ষ জানান, জাতীয়করণের আগে বেসরকারী কয়লা সংস্থা কয়লা কেটে গিয়েছে। বালি ভরাট না হওয়ায় এমন ঘটেছে।
|
দুর্গাপুরের বেসরকারি গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কারখানায় বোনাস চুক্তি চূড়ান্ত হল শনিবার। আইএনটিটিইউসি জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন, সংস্থার ১৩ হাজার তিনশো স্থায়ী কর্মী গতবারের থেকে ৩২০০ টাকা বেশি বোনাস পাবেন। এ ছাড়া অস্থায়ী কর্মীরা পুজো অনুদান হিসেবে পাঁচশো টাকা করে পাবেন। প্রয়োজনে তাঁরা পুজো অগ্রিম হিসাবে ২ হাজার টাকা পাবেন বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। |