ফুটবলে জয়ী রাসবিহারী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গতবার লিগ থেকে ‘সাসপেন্ড’ হওয়া রাসবিহারী অ্যাথলেটিক ক্লাবই এ বারের সুপার ডিভিশন ফুটবল লিগ জিতল। রবিবার লিগের গুরুত্বপূর্ন খেলায় তারা ৩-১ গোলে হারায় কল্যাণ স্মৃতি সঙ্ঘকে। এ দিন রাসবিহারীর হয়ে গোল করেন উজ্বল হাওলাদার (২) ও সংকেত রায়। কল্যানের হয়ে ব্যবধান কমান প্রশান্ত দুলে। এই জয়ের ফলে রাসবিহারী ৮ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে রইলো। ১ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাই প্রশিক্ষন কেন্দ্র (৮ ম্যাচে ১৭ পয়েন্ট)। যুগ্মভাবে তৃতীয় হয়েছে কল্যান স্মৃতি সঙ্ঘ ও সেন্টার অব ইয়ং সোসাইটি। গতবার সাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকার করেছিল রাসবিহারী। লিগ কমিটি তাদের দুটি ম্যাচ সাসপেন্ড করেছিল। লিগ থেকে ছিটকে গিয়েছিলও এই দলটি। পরে জেলা ক্রীড়া সংস্থার এক বিশেষ সভায় তাদের সুপার ডিভিশনে খেলার অনুমতি দেওয়া হয়। রাসবিহারীর কর্তা সত্যজিৎ দত্ত ও ফুটবল সম্পাদক চন্দন দত্ত বলেন, “ আমাদের গতবারের সেই দলটাই এবারেও খেলেছে। গতবার আমরা অবিচারের শিকার হয়েছিলাম। তার জবাব মাঠেই দিয়েছেন আমাদের ফুটবলারেরা।” যদিও কল্যাণ স্মৃতি সঙ্ঘের কর্তা নব মাঝি ও অমিত দত্তের দাবি, তাঁদের ছ’জন নিয়মিত ফুটবলার এদিন আসেননি। ওঁরা এলে ফল অন্যরকম হতে পারত।
|
জিতল মহাল এফএ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বল্লভপুর ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মহাল এফএ। বল্লভপুর মাঠে তারা বর্ধমান মুন্না একাদশকে ১-০ গোলে হারিয়ে দেয়। খেলার সেরা হন বিজয়ী দলের সঞ্জয় সিংহ। পুরস্কার বিতরণ করেন প্রাক্তন জাতীয় ফুটবলার বিদেশ বসু, সমরেশ চৌধুরী এবং স্থানীয় বিধায়ক সোহরাব আলি।
|
অরবিন্দের হার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ভৈরবনাথ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল এফপিএ। তারা বুধা পিএনটি মাঠে অরবিন্দ সঙ্ঘকে ৩-০ গোলে হারায়। খেলার সেরা বিজয়ী দলের গুমন শ্রেষ্ঠা। খেলা পরিচালনা করেন অনিমেষ দাস, অরুণ রায় ও সুখেন্দু বন্দ্যোপাধ্যায়।
|
আন্তঃক্লাব হ্যান্ডবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলা আন্তঃক্লাব হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠল শক্তিগড় সফদর হাসমি ও গুসকরা অগ্নিবীণা ক্লাব। সফদর হাসমি ১৭-১২ গোলে হারায় স্বস্তিপল্লি উন্নয়ন সঙ্ঘকে ও গুসকরা ১১-৯ গোলে হারিয়েছে দুর্গাপুরের স্টার ক্লাবকে।
|
জয়ী টিএফএ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ছাত্র সঙ্ঘ আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন হল টিএফএ বার্নপুর। রামসায়ের মাঠে তারা বড়থল আদিবাসী কৃষক সমিতিকে ১-০ গোলে হারায়। খেলার সেরা জয়ী দলের শান্তা বাহাদুর। |