এক ছোটিসি লাভ স্টোরি
দলিত ছেলেটির বয়স ১৪। উচ্চ বর্ণের মেয়েটি ১৬। এদের সম্পর্ককে ঘিরে
হিন্দি ছবি ‘চৌরঙ্গা’র শ্যুটিং চলছে বোলপুরে। লিখছেন প্রিয়াঙ্কা দাশগুপ্ত |
ছোট একটা খবর বেরিয়েছিল ২০০৮য়ে। এক দলিত ছেলে এক উচ্চ বর্ণের মেয়েকে প্রেমপত্র পাঠাত। তা জানাজানি হওয়ার পরে ছেলেটিকে ট্রেনের নীচে ধাক্কা দিয়ে পিষে মেরে ফেলা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমেও এই খবরটি বড় হেডলাইন হয়। আর সেই ঘটনা অবলম্বনে পরিচালক বিকাশরঞ্জন মিশ্র বানাচ্ছেন তাঁর প্রথম বলিউড ছবি। নাম ‘চৌরঙ্গা’। ছবিটার শেষটা অবশ্য বাস্তবের থেকে একটু আলাদা। |
সঞ্জয় সুরি ও অর্পিতা চট্টোপাধ্যায় |
ধৃতিমান চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত |
|
প্রায় পনেরো দিন হল সেই ছবির শ্যুটিং চলছে বোলপুরে। সিনেমায় দলিত ছেলেটির ভূমিকায় রয়েছে সোহম মৈত্র। তার দাদার চরিত্রে অভিনেতা কৌশিক সেনের পুত্র ঋদ্ধি। সোহমের প্রেমিকার ভূমিকায় এনা সাহা। পরিচালক ওনির আর অভিনেতা সঞ্জয় সুরি ছবিটির উপস্থাপক। ‘শিপ অব থেসিয়াস’ দেখার পরে কিরণ রাও ছবিটি উপস্থাপনা করতে চেয়েছিলেন। কিন্তু ওনির আর সঞ্জয় প্রথম থেকেই ‘চৌরঙ্গা’র সঙ্গে জড়িত। “ছবিটি আমাদের সন্তানসম। তাই এটাকে লালন করছি,” বলছেন ওনির। তবে ‘লুটেরা’র মতো করে বাংলাকে বলিউডের পরদায় দেখাবে না ‘চৌরঙ্গা’। সিনেমাতে এটা ভারতের যে কোনও একটি গ্রাম হিসেবেই থাকবে। “আসল গল্পটা তো ঝাড়খন্ডের এক গ্রামের। কিন্তু নিরাপত্তার কারণে ওখানে শ্যুটিং করতে পারিনি। ছবিতে এমন একটা জায়গা দেখাচ্ছি যেখানে জলের সমস্যা রয়েছে। তাই কোপাইয়ের আশেপাশে শ্যুটিং করছি না,” বলছেন ওনির। |
অর্পিতা চট্টোপাধ্যায় ও এনা সাহা |
সোহম মৈত্র, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন |
|
বিকাশ অবশ্যই খুশি। বলছেন, “অন্ধ পুরোহিতের ভূমিকায় ধৃতিমান চট্টোপাধ্যায় অনবদ্য। তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় অভিনয় করেছেন সোহমের মায়ের চরিত্রে। এনার বাবা-মায়ের ভূমিকায় সঞ্জয়, অর্পিতা চট্টোপাধ্যায়। স্বাতীলেখা সেনগুপ্তের এটাই প্রথম হিন্দি ছবি। উনি এলাহাবাদে মানুষ। সঞ্জয়ের মায়ের ভূমিকায় দারুণ হিন্দি বলছেন। অর্পিতারও এটা বলিউড ডেবিউ।”
ওনিরের মতে বলিউড এই ছবিতে নতুন দুই প্রতিভাকে আবিষ্কার করবে। বলছেন, “সোহমের ‘চ্যাপলিন’ দেখিনি, তবে বাচ্চাটা ন্যাচারাল। ঋদ্ধির সিনেমা সম্বন্ধে স্বচ্ছ ধারণা। ছবিটা মুক্তি পেলে হয়তো ‘এ’ ট্যাগ পাবে। আফসোস একটাই, ওরা হয়তো বড় পরদায় নিজেদের অভিনয় দেখতে পাবে না।” |
বিকাশরঞ্জন মিশ্র ও ওনির |
|