সারদা কাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি চেক বিলির অনুষ্ঠানের মঞ্চ থেকে সাধারণ বাসিন্দাদের রাষ্ট্রায়ত্ত সংস্থায় আমানত করার আর্জি জানালেন রাজ্যের ৩ মন্ত্রী। শনিবার মালদহ টাউন হলে সারদায় জেলার বিনিয়োগরাকীদের একাংশের হাতে চেক তুলে দেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব-সহ জেলার দুই বিধায়ক তথা রাজ্যের নারী উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র এবং পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন। তিন মন্ত্রীই নিজেদের বক্তৃতার সময়ে ঘুরেফিরে বেসরকারি অর্থলগ্নি সংস্থা নিয়ে সর্তক করেন দর্শকদের। |
চেক বিলি অনুষ্ঠানে তিন মন্ত্রী। শনিবার তোলা নিজস্ব চিত্র। |
এদিন সারদা কাণ্ডে জেলায় ক্ষতিগ্রস্ত ১৪৬০ জনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিন ক্ষতিপূরণ বাবদ বিলি করা অর্থের পরিমান প্রায় ৬৯ লক্ষ টাকা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতমবাবু এদিন বলেন, “দয়া করে আপনারা আর সরকারের অনুমোদিত নয় এমন কোনও বেসরকারি সংস্থায় টাকা রাখবেন না। এখনও বহু বেসরকারি অর্থলগ্নি সংস্থা আছে, যাদের এজেন্ট আপনাদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করবে। সরকারি সংস্থায় টাকা রাখুন তাতে আপনার টাকা সুরক্ষিত থাকবে। পাশাপাশি রাজ্যের সব পুরসভা কিংবা পঞ্চায়েত কর্তৃপক্ষকে অর্থলগ্নি সংস্থাকে ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সাবধানতা নিতে হবে।” প্রাক্তন বিচারপতি শ্যামল সেন কমিশনের সুপারিশ মেনেই এদিন ক্ষতিপূরণ বিলি করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
রাজ্যের নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রও বলেন, “সারদা কাণ্ডের পরে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, তা রূপায়ণ করেছেন। এবার থেকে সাধারণ বাসিন্দাদেরও অর্থ লগ্নি করাতে সর্তক থাকতে হবে।” পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “আশা করছি এর পর থেকে বেসরকারি সংস্থার পরিবর্তে এবার থেকে সরকারি সংস্থাকেই বেছে নেবেন সাধারণ বাসিন্দারা। তাতে আমানতও সুরক্ষিত থাকবে।” |