উত্তরপাড়ার ফিল্ম সিটির জমির দখলদারদের দাবিদাওয়া খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গড়ল রাজ্য সরকার। এই দখলদাররা মূলত ইটভাটার মালিক। শনিবার একটি বৈঠকে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, বিকল্প জমি দেওয়ার প্রশ্নই নেই, তবে আর্থিক ক্ষতিপূরণের কথা ভাবা যেতে পারে।
শনিবার প্রস্তাবিত ওই ফিল্ম সিটির জমিজট কাটাতে কলকাতা পুর কর্তৃপক্ষ একটি জরুরি বৈঠকে বসেন। পুরকর্তারা ছাড়াও ইটভাটার মালিক, হুগলি জেলা প্রশাসন এবং উত্তরপাড়া পুরসভার পদস্থরা হাজির ছিলেন। কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “উত্তরপাড়া ফিল্ম সিটির জমি পুরসভার। ওখানে যাঁরা রয়েছেন তাঁদের সরে যেতেই হবে।”
উত্তরপাড়ায় গঙ্গার পাড়ে ৪০০ বিঘা জমির উপর প্রস্তাবিত ফিল্মসিটি করার সিদ্ধান্তের পর ওই জমির দখল নিয়ে ঘিরতে রাজ্য সরকার অর্থ বরাদ্দ করে। এরপরই হুগলি জেলা প্রশাসন প্রস্তাবিত ওই ফিল্মসিটির জমি টিন দিয়ে ঘিরে দেন। কিন্তু তার মধ্যে দখলদার ১৩টি ইটভাটার অফিস এবং প্রায় ৭৫০ লোক থেকে গিয়েছেন। দখলদারদের সঙ্গে সংঘাত এড়াতে ইটভাটার মালিকদের সঙ্গে বারে বারে বৈঠক করেছেন প্রশাসনের কর্তারা। রুজি হারানোর জন্য মালিকদের ক্ষতিপূরণ ও ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের সাহায্যের বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন মালিকরা। |